ব্লুটুথ কলিং ফিচার সহ Noise আনল সস্তা ColorFit Loop স্মার্টওয়াচ

Avatar

Published on:

Noise ColorFit Loop Smartwatch Launched in India

দেশীয় সংস্থা Noise, স্মার্টওয়াচের বাজারে নিজেদের সম্প্রসারিত করার লক্ষ্যে লঞ্চ করল তাদের নতুন Noise ColorFit Loop স্মার্টওয়াচ। নতুন এই ঘড়িটিতে প্রয়োজনীয় হেলথ মোড ছাড়াও রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ফিচার। তবে এটি একেবারেই বাজেট রেঞ্জে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Loop স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise ColorFit Loop স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ কালারফিট লুপ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। জেট ব্ল্যাক, মিডনাইট ব্লু, অলিভ গ্রিন, মিসড গ্রে, ডিপ ওয়াইন এবং রোজ পিঙ্ক কালার অপশনগুলির মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ নতুন এই ঘড়ি।

Noise ColorFit Loop স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন নয়েজ কালার ফিট লুপ স্মার্টওয়াচটি বর্গক্ষেত্রাকার ১.৮৫ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যা ২৮৪x২৪০ পিক্সেল রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। তাছাড়া এতে রয়েছে ২০০টিরও বেশি কাস্টমাইজ ওয়াচফেস।

অন্যদিকে ঘড়িটির হেলথ ফিচারের মধ্যে থাকছে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্রাকার ইত্যাদি। তাছাড়া ঘড়িটি স্লিপ প্যাটার্ন, স্ট্রেস লেভেল পরিমাপ করতে পারবে। উপরন্তু ঘড়িটিতে ১৩০টি স্পোর্টস মোড উপলব্ধ। তবে ঘড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য ওয়্যারেবলটিতে রয়েছে বিল্ট-ইন মাইক এবং স্পিকার। তার সাথে থাকছে ডায়াল প্যাড, রিসেন্ট লগস এবং দশটি কন্টাক্ট মজুত রাখার মতো স্টোরেজ।

এবার আসা যাক Noise ColorFit Loop স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩৯০ এমএইচ ব্যাটারি, যা একবার চার্জ দিয়ে ৭ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। তদুপুরি ঘড়িটির অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে নোটিফিকেশন ডিসপ্লে, ডিএনডি মোড, ওয়েদার আপডেট ইত্যাদি। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং সহ এসেছে।

সঙ্গে থাকুন ➥