Noise স্মার্টওয়াচ থেকে হবে পেমেন্ট, ফোন বা কার্ডের দরকার হবে না, Airtel আনল চমৎকার অফার
Airtel Payments Bank Watch: সময় যতো এগোচ্ছে, ততোই নগদ লেনদেনকে রিপ্লেস করে মানব জীবনের স্বাভাবিক অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে অনলাইন পেমেন্ট পরিষেবা। আর এই কারণে এই মাধ্যমটিতে ক্রমশ নানা আপগ্রেডও আসছে – পাল্টাচ্ছে এর পরিষেবা। এমতাবস্থায় বর্তমানের কাছে পেমেন্টের একটি নতুন উপায় তুলে ধরতে এবার এক জোট হল Airtel Payments Bank, Mastercard এবং অ্যাক্সেসরিজ নির্মাতা Noise। এই তিনটি প্রতিষ্ঠান মিলে স্মার্টওয়াচের মাধ্যমে অর্থপ্রদানের (payments through smartwatch) একটি উপায় প্রবর্তন করেছে – আজ Noise-এর ব্র্যান্ডিংসহ বাজারে পা রেখেছে একটি নতুন (পড়ুন বিশেষ স্মার্টওয়াচ। সেক্ষেত্রে এখন থেকে নগদ টাকা ছাড়া পেমেন্ট করার জন্য আপনাকে আর ফোন বের করারও প্রয়োজন হবেনা, বদলে আপনি কব্জিতে ট্যাপ করে নতুন ঘড়িটি দিয়ে সহজে Airtel Payments Bank অপারেট করতে পারবেন। সুবিধার বিষয় হল যে, স্মার্টওয়াচটির দামও খুব বেশি নয় – মাত্র 2,999 টাকায় এটি পেতে পারেন।
কীভাবে পেমেন্টের ফিচারওয়ালা নতুন Noise স্মার্টওয়াচ কিনবেন?
বর্তমানে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের বিদ্যমান কাস্টমাররা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ (Airtel Thanks app) থেকে নয়েজ কোম্পানির তৈরি স্মার্টওয়াচটি কিনতে পারবেন। পাশাপাশি নতুন কাস্টমাররাও চাইলে অ্যাপটিতে ডিজিটালভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সঙ্গে সঙ্গে ঘড়িটি অর্ডার করতে সক্ষম হবেন। এই অ্যাপের মাধ্যমে ঘড়িটি সক্রিয় করতে মাত্র এক মিনিট সময় লাগবে এবং তারপরে তাতে ট্যাপ করে পেমেন্ট শুরু করা যেতে পারে। উল্লেখ্য, এই স্মার্টওয়াচটি ব্যবহার করে প্রতিদিন 1 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে বলে জানানো হয়েছে৷
নতুন Noise স্মার্টওয়াচে মিলবে এইসব ফিচারও
নয়েজের তৈরি নতুন স্মার্টওয়াচটি যে শুধুমাত্র পেমেন্টের সুবিধাই দেবে এমন নয়, বরঞ্চ বাজারের অন্যান্য আনুষঙ্গিকের মতো এটিও হেল্থ, ফিটনেস ও প্রোডাক্টিভিটি ফিচার অফার করে। এতে 1.85-ইঞ্চি সার্কুলার ডায়াল দেওয়া হয়েছে। আবার এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং, দীর্ঘস্থায়ী ব্যাটারি, একাধিক স্পোর্টস মোড, স্ট্রেস মনিটরিং, SpO2 মনিটরিং ইত্যাদি ফিচারের সুবিধাও মিলবে৷
এদিকে মাস্টারকার্ডের নেটওয়ার্ক দ্বারা চালিত হওয়ায় ঘড়িটি বিভিন্ন আউটলেট এবং টার্মিনালে নির্বিঘ্নে কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা দেবে, যাতে করে জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে। তাই হাতের মুঠো থুড়িতে কব্জিতে একসাথে অনেকরকম সুবিধা পেতে হলে এবং বর্তমানে স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা থাকলে নয়েজের এই নতুন মডেল ভালো বিকল্প হতে পারে।
লঞ্চ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই স্মার্টওয়াচটিকে 'বিপ্লব' বলে অভিহিত করেছেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের সিওও গণেশ অনন্তনারায়ণন। অন্যদিকে নয়েজের সহ-প্রতিষ্ঠাতা অমিত খাত্রী ও মাস্টারকার্ডের ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল ইউজারদের পেমেন্টের মাধ্যম সহজতর করে তোলা এবং নিরাপদ কন্ট্যাক্টলেস প্রযুক্তির গুরুত্বের কথা বলেছেন।