মাত্র 1199 টাকায় ব্লুটুথ কলিং ফিচার যুক্ত দুর্দান্ত স্মার্টওয়াচ লঞ্চ করল pTron
আজ অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হল pTron সংস্থার নতুন একটি ওয়্যারেবল। এর নাম pTron Force X12N স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং সাপোর্ট সহ আসা এই স্মার্ট ঘড়িতে থাকছে ক্রাউন কন্ট্রোল, স্পোর্টস মনিটরিং ফিচার ইত্যাদি। তবে দামের দিক থেকে দেখতে গেলে একেবারে সাশ্রয়ী মূল্যে এসেছে নতুন এই স্মার্ট ঘড়ি। আর এতে রয়েছে ১.৮৫ ইঞ্চি এইচডি কোয়ালিটির কালার টাচস্ক্রিন ডিসপ্লে। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Force X12N স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
pTron Force X12N স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে পিট্রন ফোর্স এক্স১২এন স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। তবে আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এখন ১,১৯৯ টাকায় কিনতে পারেন ঘড়িটি। কার্বন ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক, ব্লেজিং ব্লু এবং চ্যাম্পিয়ন ব্লু, এই চারটি কালার অপশনে উপলব্ধ নতুন স্মার্টওয়াচ।
pTron Force X12N স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত পিট্রন ফোর্স এক্স১২এন স্মার্টওয়াচের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে ১.৮৫ ইঞ্চি কালার এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে, যা ১৩০টিরও বেশি ক্লাউড বেস ওয়াচফেস সাপোর্ট করবে। আবার এর ডিসপ্লের চারধারে হাই অ্যালয় মেটাল কেস ও ডান ধারে থাকছে একটি ক্রাউন বাটন, যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অন্যদিকে, নতুন এই ঘড়িতে হেলথ ফিচার হিসেবে হার্ট রেট মনিটর, অটো স্লিপ ট্র্যাকার, ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার, Sp02 মনিটর উপলব্ধ। আবার ব্যবহারকারীর স্ট্রেস নিয়ন্ত্রণে রাখার জন্য এটি বিশেষ ব্রিদিং টেকনিক গাইড করবে। শুধু তাই নয়, স্মার্টওয়াচটিতে মিলবে একাধিক স্পোর্টস মোড। এর মধ্যে থাকছে ইনডোর আউটডোর ওয়াকিং, রানিং, জগিং, হাইকিং এবং যোগা। আবার এর কানেক্টিভিটি অপশনের মধ্যে শামিল রয়েছে ব্লুটুথ ৫.০।
তবে pTron Force X12N স্মার্টওয়াচের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি ব্লুটুথ কলিং সাপোর্ট করবে। আর সাথে রয়েছে মেসেজ অ্যালার্ট, সোশ্যাল মিডিয়া অ্যালার্ট, অ্যালার্ম রিমাইন্ডার। তাছাড়া ব্যবহারকারী ঘড়িটিতে আটটি কন্টাক্ট নম্বর সেভ রাখতে পারবেন।