IND vs ENG 5th Test: অভিষেক আরেক প্লেয়ারের, বিশ্রামে তারকা বোলার, কেমন হতে চলেছে শেষ‌ ম্যাচে ভারতের একাদশ?

Avatar

Published on:

India vs England 5th test at Dharamshala watch the probable xi of team India Devdutt Padikkal might be debut

আগামীকাল তথা বৃহঃস্পতিবার থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট (India vs England 5th Test)। ধর্মশালার পাহাড়বেষ্টিত স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি। ইতিমধ্যে এই সিরিজ ৩-১ এ জয়লাভ করে নিয়েছে ভারতীয় দল। তারপরেও এই পঞ্চম টেস্টটি খুব গুরুত্বপূর্ণ দুটি দলের জন্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় (WTC Points Table 2025) নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়াও ইংল্যান্ড দলের জন্য এটি সম্মানরক্ষার ম্যাচ।

প্রথম টেস্টে ভারতকে হারিয়ে জয়লাভ করলেও, তারপর থেকে পরপর ৩ টি টেস্ট ম্যাচে হারের সম্মুখীন হয় ইংল্যান্ড। এদিকে প্রথম টেস্টে হারের পর ভিন্ন মানসিকতার সাথে খেলতে দেখা গেছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। যাই হোক, এবার দৃষ্টিপাত করে নেওয়া যাক, পঞ্চম দ্বৈরথের জন্য ভারত কেমন একাদশ নিয়ে নামতে পারে! ভারতীয় দলের সম্ভাব্য একাদশে এক-দুটি পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

কিছুদিন আগের রিপোর্ট অনুযায়ী, আগামীকাল ধর্মশালায় ভারতীয় টেস্ট দলে অভিষেক হতে পারে বাঁ-হাতি ব্যাটার দেবদূত পাডিক্কলের (Devdutt Padikkal)। কেএল রাহুল এখনো না ফেরায় ভারতীয় দলের সাথে রয়েছেন তিনি৷ তবে ধরে নেওয়া হচ্ছে, রজত পতিদারের (Rajat Patidar) পরিবর্তে খেলতে দেখা যেতে পারে পাডিক্কলকে। এছাড়া আর একটি পরিবর্তন দেখা যেতে পারে, সেটি হল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ফেরায় মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বিশ্রাম দেওয়া হতে পারে পঞ্চম টেস্টে, সেই জায়গায় চতুর্থ টেস্টে অভিষেক করা আকাশ দীপ (Akash Deep) বুমরাহের সাথে নতুন বল ভাগাভাগি করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের সম্ভাব্য একাদশ (Probable XI Of India):

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, দেবদূত পাডিক্কল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ/ আকাশ দীপ।

সঙ্গে থাকুন ➥