Mohammad Shami: অসম্ভব বিশ্বকাপে, কবে চোট সারিয়ে জাতীয় দলে ফিরবেন শামি, জানালেন জয় শাহ

Avatar

Published on:

Jay Shah says Mohammed Shami is likely to return for the Bangladesh series and wii miss T20 World Cup

বর্তমানে ভারতীয় বোলিং আক্রমণকে মহম্মদ শামি (Mohammed Shami) এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন। গত বছর একদিনের বিশ্বকাপে (World Cup 2023) তিনি অসাধারণ পারফরমেন্স করে সকলের মন জয় করে নেন। তবে চোটের কারণে ভারতীয় এই তারকা পেসার দলের বাইরে আছেন। এবার শামি কবে ভারতীয় জাতীয় দলে ফিরবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

গত বছর একদিনের বিশ্বকাপে ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহম্মদ শামি অন্যতম ভূমিকা পালন করেছিলেন। তিনি একাই এই টুর্নামেন্টে ৭ ম্যাচে ২৪ টি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। তবে এরপর পায়ের চোটের কারণে ভারতীয় এই পেসার দলের বাইরে চলে যান। এমনকি তিনি ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৫ ম্যাচের টেস্ট সিরিজেও জায়গা করে নিতে পারেননি। আসন্ন আইপিএল (IPL 2024) থেকেও গুজরাট টাইটান্স (Gujarat Titans) দলের বাইরে চলে গেছেন।

সম্প্রতি পায়ে অস্ত্রোপচারের পরে তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে আছেন। এবার তিনি কবে ভারতীয় দলে ফিরবেন সেই বিষয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ (Jay Shah) জানিয়ে দিলেন। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মহম্মদ শামির অস্ত্রোপচার করা হয়েছে। তিনি ভারতে ফিরে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।” উল্লেখ্য সেপ্টেম্বরে ২ টি টেস্ট ও ৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ ভারত সফর করবে।

অন্যদিকে এর ফলে মহম্মদ শামি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) অংশগ্রহণ করবেন না। এর সঙ্গেই বর্তমান দলে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকলেও শামির অনুপস্থিতি ব্লু ব্রিগেড অনুভব করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে। ভারতীয় দল এই টুর্নামেন্টে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে যাত্রা শুরু করবে। টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেটি ৯ জুন অনুষ্ঠিত হবে।

সঙ্গে থাকুন ➥