IPL 2024: আইপিএলে আগমন শ্রীরামের বড় ভক্তের, পরিবর্ত প্লেয়ার হিসেবে রাজস্থানে এলেন মহারাজ

Avatar

Published on:

Keshav Maharaj SA spinner joined Rajasthan Royals as a replacement of Prasidh Krishna ipl 2024

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আজ নিজেদের হোমগ্রাউন্ড সয়াই মনসিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয়েছে তারা। আর এই ম্যাচের নামার আগেই এক নতুন মুখকে দলে সামিল করেছে রাজস্থান রয়্যালস ফ্র‍্যাঞ্চাইজি।

গত মরশুমের মতো এই মরশুমেও আইপিএল শুরুর আগে থেকেই পেশির চোটের কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। আইপিএল শুরুর আগে তার পরিবর্ত হিসাবে রাজস্থান রয়্যালস কোনো তারকাকে দলে সামিল না করলেও, আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজকে (Keshav Maharaj) দলে সামিল করেছে সঞ্জু স্যামসনরা।

আইপিএল শুরুর আগে ব্যাক্তিগত কারণে নাম তুলে নিয়েছিলেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা৷ সেই জায়গায় রাজস্থান রয়্যালস ভারতীয় এক উইকেটরক্ষককে দলে সামিল করায়, একজন বিদেশী তারকার জায়গা ফাঁকা ছিল রয়্যালস শিবিরে। আজ সেই বিদেশী কোটায় কেশব মহারাজকে দলে সামিল করেছে তারা। ভারতীয় মূল্যে ৫০ লক্ষ টাকায় রাজস্থানে যোগ দিলেন এই দক্ষিণ আফ্রিকান স্পিনার।

আইপিএল শুরুর আগে থেকেই লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) ক্যাম্পে ছিলেন কেশব মহারাজ। কোনো তারকা চোট পেলেই, মহারাজকে দলে সামিল করার পরিকল্পনা ছিল জাস্টিন ল্যাঙ্গারদের। কিন্তু তার আগেই রাজস্থান রয়্যালস দল থেকে ডাক পাওয়ায়, সেখানে যোগ দিলেন তিনি। বর্তমানে মহারাজ ভারতেই থাকায় খুব শীঘ্রই রাজস্থান রয়্যালস ক্যাম্পে যোগদান করবেন।

সঙ্গে থাকুন ➥