KKR vs RR: ইডেনে লড়াই এবার প্রথম স্থানের, দলে কি বদল হবে নাইটদের? সঞ্জুদের দলই বা কেমন হবে,‌জানুন

Published on:

Kolkata Knight Riders vs Rajasthan Royals at Eden gardens ipl 2024 see the probable xi of both side

গতকাল তথা রবিবারেই কলকাতার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই জয় কেকেআরের এবারের আইপিএলের (IPL 2024) চতুর্থ জয়, যা এসেছে মাত্র ৫ ম্যাচ খেলে। এদিকে মাত্র ৪৮ ঘন্টা পেরোতে না পেরোতেই আগামীকাল ফের ইডেনে ম্যাচ খেলবে কেকেআর। পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দল রাজস্থান রয়্যালসের (KKR vs RR) মুখোমুখি হবে নাইট বাহিনী।

আগামীকাল ম্যাচটি রয়েছে এই মরশুমে পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দুটি দলের মধ্যে। একদিকে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার প্রথম্ল স্থানে রয়েছে রাজস্থান, অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতে ভালো নেট রানরেটের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে দলদুটি। যার মধ্যে ১৪ বার জয় পেয়েছে কেকেআর এবং ১৩ বার জিতেছে রাজস্থান। এছাড়া ১ টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এদিকে গতবার যখন কেকেআর রাজস্থানের মুখোমুখি হয়েছিল, তখন ৯ উইকেটে লজ্জাজনকভাবে হেরেছিল কেকেআর।

সুতরাং, এবার নাইটবাহিনী জয়ের উদ্দেশ্যেই মাঠে নামবে। এছাড়া আগামীকাল জিততে পারলেই ১০ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। অন্যদিকে রাজস্থান এই ম্যাচে জয় পেলে কোয়ালিফাইয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। যাই হোক, আগামীকাল এই ব্লকবাস্টার্স ম্যাচের জন্য কেমন পরিকল্পনা নিতে চলেছে দলগুলি। আসুন দেখে নেওয়া যাক, দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে!

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (Probable XI Of KKR):

ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং (ইম্প্যাক্ট), আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হার্শিত রানা, বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী (ইম্প্যাক্ট)।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ (Probable XI Of RR):

যশস্বী জয়সওয়াল (ইম্প্যাক্ট), জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, কেশব মহারাজ, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল (ইম্প্যাক্ট)।

সঙ্গে থাকুন ➥