KKR: হর্ষিত বা বৈভব‌ নয়, এই খুদে নাইটের বোলিংয়ে মন্ত্রমুগ্ধ হয়েছেন স্টার্ক

Published on:

Mitchell Starc KKR IPL 2024

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ২০২৪ আইপিএলের (IPL 2024) প্রস্তুতিতে সবচেয়ে বেশি চমক দিয়েছে। এর ফলে ইতিমধ্যেই তারা দলে একাধিক পরিবর্তন এনেছে। গত বছর এই টুর্নামেন্টের নিলামে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) রেকর্ড দামে কলকাতা সই করায়। এবার আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করার সঙ্গে সঙ্গে তিনি নাইটদের তরুণ ক্রিকেটারদের নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন।

আগামীকাল থেকে এই বছরের আইপিএলের প্রথমার্ধের যাত্রা শুরু হবে। ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি দলগুলির বেশিরভাগ তারকা ক্রিকেটার ভারতে এসে পৌঁছেছেন। এর সঙ্গেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক কলকাতায় পা রেখে মেন্টর গৌতম গম্ভীর এবং প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে নিজের কার্যক্রম শুরু করে দিয়েছেন। এছাড়াও তার অভিজ্ঞতা দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে তিনি ভাগ করে নিচ্ছেন।

এবার মিচেল স্টার্ক নাইট রাইডার্সে নবাগত সাকিব হোসেন (Sakib Hussain) এবং তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অনুশীলন ম্যাচে আমি সাকিবের সঙ্গে বোলিং করেছি। ও ভালো স্লোয়ার বল করছে। এমনকি আন্দ্রে রাসেলকেও আউট করে দেয়। সাকিব নিজের প্রতিভাটিকে কীভাবে এই মরসুমে এগিয়ে যায় তা দেখার জন্য এখন উন্মুখ হয়ে আছি।” উল্লেখ্য ২০২৪ আইপিএলের মিনি নিলামে নাইট কর্মকর্তারা বিহারের ১৯ বছর বয়সী সাকিব হোসেনকে দলে নিয়ে সকলকে অবাক করে দিয়েছিল।‌

এছাড়াও রিঙ্কু সিংয়ের বিষয়ে বলতে গিয়ে স্টার্ক বলেন, “রিঙ্কু সিং একজন প্রতিভাবান ব্যাটসম্যান। অনেক দূর থেকে বল হিট করেন এবং ওর দৃষ্টিভঙ্গি বেশ স্পষ্ট। একজন ব্যক্তি এবং খেলোয়াড় হিসাবে রিঙ্কুকে আরও ভালোভাবে জানতে পারছি।” উল্লেখ্য গত বছর রিঙ্কু সিং নাইট বাহিনীদের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ওভারের শেষ ৫ বলে ছয় মেরে সকলকে মুগ্ধ করেছিলেন। এই বছর টুর্নামেন্টেও তিনি নিজের সেরা পারফরমেন্স দেওয়ার জন্য এখন নিজেকে তৈরি করছেন।‌

সঙ্গে থাকুন ➥