IPL 2024: শেষ হলো ধোনির নেতৃত্ব, এবার থেকে চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্ব সামলাবেন রুতুরাজ

Avatar

Published on:

MS Dhoni hands over captaincy to Ruturaj Gaikwad

২০২৪ আইপিএলের (IPL 2024) উৎসবের আমেজের মধ্যেই এবার একাধিক তথ্য সামনে আসছে। আজ আইপিএলের অন্যতম অনুষ্ঠান ক্যাপ্টেনস ডে-এর ছবি সামনে আসে। এই ছবিতে ১০ টি ফ্রাঞ্চাইজি দলের অধিনায়ক একসঙ্গে ধরা দিয়েছেন। তবে উল্লেখযোগ্যভাবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) উপস্থিত ছিলেন না। এরপরই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়ে যায়।

মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে দীর্ঘ দিন ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছেন। চেন্নাই শুধু মাত্র ২০১৩ সালের স্পট ফিক্সিং মামলার পরিপ্রেক্ষিতে দুই বছর টুর্নামেন্ট থেকে নির্বাসিত ছিল। এর সঙ্গেই ধোনির তত্ত্ববোধনে দলটি এখনও পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। ৪২ বছর বয়সী এই ক্রিকেটারের ২০২৩ আইপিএলে অবসর নেওয়ার জল্পনা সামনে এসেছিল। তবে তিনি সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে একটি সফল মরসুম কাটান।

এর সঙ্গেই ২০২৪ আইপিএলে ধোনি এই দলের হয়ে অংশগ্রহণ করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তবে আজ ক্যাপ্টেনস ডে-এর ছবিতে চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad) দেখতে পাওয়া যায়। এর পরই চেন্নাই সোশ্যাল মিডিয়ায় অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানায় এমএস ধোনি রুতুরাজের হাতে অধিনায়কত্ব হস্তান্তর করেছেন। তবে এটাই প্রথমবার নয়, ২০২২ সালে এই দলের অধিনায়কত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজার ওপর দেওয়া হয়।

তবে ভারতীয় অলরাউন্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় ৮ ম্যাচ পরেই আবার ধোনির হাতে নেতৃত্বের দায়িত্ব ফিরে আসে। উল্লেখ্য এখনও পর্যন্ত ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের নেতৃত্বে চেন্নাই ২১২ টি আইপিএল ম্যাচে ১২৮ টিতে জয়লাভ করেছে এবং ৮২ টি ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। ফলে এখন ২০২৪ আইপিএলের পর ধোনির অবসর নেওয়ার বিষয়টিও ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিল। অন্যদিকে এই বছর আইপিএলের ক্যাপ্টেনস ডে-এর ছবিতে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানের পরিবর্তে জিতেশ শর্মা উপস্থিত ছিলেন।

সঙ্গে থাকুন ➥