বিশ্বকাপ নয়, আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের, ফিরল‌ অনেক বড় প্লেয়ার

Published on:

Pakistan Squad Update

টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হতে আর মাত্র এক মাসের সময় বাকি রয়েছে। এর মধ্যেই সকল দল নিজেদের প্রস্তুতি সেরে ফেলছে অন্যদিকে বেশ কিছু দেশ নিজেদের স্কোয়াড ঘোষণাও করে ফেলেছে। এবার অস্ট্রেলিয়া, ভারতদের পরে শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান (Pakistan Cricket)। তবে বিশ্বকাপের জন্য নয় আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে দল ঘোষণা করা হয়েছে।

মনে করা হচ্ছে এই স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ারই আমেরিকায় বিশ্বকাপের অংশ হবেন। পুরুষদের জাতীয় নির্বাচক কমিটি ১৮ সদস্যের দলে পেসার হারিস রউফ, ও সালমান আলী আগাকে রেখেছে। ইংল্যান্ডের বিপক্ষে ১৭ সদস্যের মূল দলে জায়গা হয়নি‌ এমন দুই ক্রিকেটার হলেন রিস্ট স্পিনার উসামা মীর ও ফাস্ট বোলার জামান খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ম্যাথু ওয়েডের সহজ ম্যাচ ছেড়ে দেওয়া হাসান আলিকেও দলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার বিবৃতিতে হাসান আলীর প্রশংসাও করেছে পিসিবি। এছাড়াও আরব আমিরাত ছেড়ে পাকিস্তানে‌ আসা উসমান খানকেও‌ দলে নিয়েছে পাকিস্তান।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড (Pakistan Squad For England And Ireland T20I Series)-

বাবর আজম (অধিনায়ক)

আবরার আহমেদ

আজম খান

ফখর জামান

হারিস রউফ

হাসান আলী

ইফতিখার আহমেদ

ইমাদ ওয়াসিম

মোহাম্মদ আব্বাস আফ্রিদি

মোহাম্মদ আমির

মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ ইরফান খান

নাসিম শাহ

স্যাম আইয়ুব

সালমান আলী আগা

শাদাব খান

শাহিন শাহ আফ্রিদি

উসমান খান

সঙ্গে থাকুন ➥