বিশ্বকাপের প্রশ্ন করায় আবার তাজা হল জখম, অধিনায়ক রোহিতের চোখে মুখে ফুটে এলো কষ্ট

Avatar

Published on:

Rohit Sharma looks sad after asked about World Cup 2023 loss in Kapil show

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি প্রতিপক্ষ হিসাবে নিজেদের তৈরি করেছে। দলে বিরাট কোহলি, রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকা ব্যাটসম্যানদের সঙ্গে সঙ্গে মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহের মতো অন্যতম সেরা বোলার রয়েছেন। কিন্তু দীর্ঘদিন ব্লু ব্রিগেডরা আইসিসি ট্রফি ঘরে তুলে পারেনি। গত বছর একদিনের বিশ্বকাপে (World Cup 2023) ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা কাছে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত ভারতীয় দল সমর্থকদের হতাশ করে। এবার এতদিন পরেও অধিনায়ক রোহিত শর্মার চোখে-মুখে বিশ্বসেরা না হওয়ার আক্ষেপ আবারও ধরা পড়লো।

গত বছর এক দিনের বিশ্বকাপে ভারতীয় দল একের পর এক জয় তুলে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছিল। বিরাট কোহলির দুরন্ত শতরানে ভর করে ব্লু ব্রিগেড নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। ফলে ভারতীয় সমর্থকদের মনে ২০১১ সালের পর আবারও বিশ্ব সেরা হওয়ার স্বপ্ন নতুন করে আশা তৈরি করেছিল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার দুরন্ত পারফরম্যান্স ভারতীয় দলকে অনেকটাই পিছিয়ে দেয়। শেষে অজিদের কাছে রোহিত বাহিনী ৬ উইকেটে হেরে স্বপ্ন ভঙ্গ করে।‌

এরপর থেকে রোহিত শর্মাকে বারবার একাধিক প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে। তবে সবকিছু ভুলে ভারতীয় অধিনায়ক আবারও দলকে সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যেই আবারও একদিনের বিশ্বকাপে ব্লু ব্রিগেডদের হারের প্রশ্ন উঠে আসায় রোহিত শর্মার চোখে-মুখে পুরোনো আক্ষেপ আরও একবার উজ্জ্বল হয়ে উঠল‌। তবে সমর্থকদের ভরসার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। উল্লেখ্য সম্প্রতি নেটফিক্সে প্রকাশিত ‘দ্যা গ্ৰেট ইন্ডিয়ান কপিল শো’-তে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে গত বছর একদিনের বিশ্বকাপের প্রসঙ্গ উঠে এলে রোহিত শর্মা বলেন, “বিশ্বকাপের ফাইনালের পরে আমি ভাবছিলাম ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হল এবং আমরা জিততে পারলাম না ফলে ভারতীয় ভক্তরা ক্ষুব্ধ হতে পারেন এবং তারা অবশ্যই হতাশ হয়েছেন। তবে আমি বিশ্বকাপের পরে যেখানেই গেছি ভক্তরা প্রচুর ভালবাসা দেখিয়েছেন এবং আমরা ভালো খেলেছি বলে প্রশংসাও করেছেন।” অন্যদিকে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে।

সঙ্গে থাকুন ➥