একধাক্কায় অনেকটাই দাম কমলো Redmi Note 12 5G, Redmi K50i, Redmi 12C ও Xiaomi 12 Pro এর

২০ হাজার টাকা পর্যন্ত কমনো হয়েছে Redmi Note 12 5G, Redmi K50i, Redmi 12C এবং Xiaomi 12 Pro এর

Xiaomi আজ তাদের চারটি স্মার্টফোনের দাম স্থায়ী ভাবে কমানোর কথা ঘোষণা করল। এই মডেলগুলি ই-কমার্স সাইট Amazon ও সংস্থা অনলাইন রিটেল প্ল্যাটফর্ম (Mi.com), উভয়ের মাধ্যমে কম দামে কেনা যাবে৷ যে চারটি ফোনের দাম কমানো হয়েছে তাদের নাম – Redmi Note 12 5G, Redmi K50i, Redmi 12C এবং Xiaomi 12 Pro। চলুন এই চারটি মডেলের নতুন দাম জেনে নেওয়া যাক এবার…

Redmi Note 12 5G: রেডমি নোট ১২ ৫জি স্মার্টফোনকে ২১,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন এর দাম ৭,০০০ টাকা কমানো হয়েছে। যার পর উক্ত মডেলটিকে এখন ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

ফিচার – রেডমি নোট ১২ ৫জি ফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর উপস্থিত। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। তদুপরি, আলোচ্য স্মার্টফোনে – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল শ্যুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আর ডিভাইসে সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Redmi K50i: রেডমি কে৫০আই স্মার্টফোনকে এতদিন ২৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু আজ ৭,০০০ টাকা মূল্য হ্রাসের পর এটিকে মাত্র ১৮,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।

ফিচার – রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ১৪৪ হার্টজ সাত-স্তরীয় রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৬৫০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। ছবি তোলার জন্য এই ফোনে LED ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Redmi 12C: রেডমি ১২সি স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছিল, যথা – ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। যার মধ্যে ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা রাখা হয়েছিল। কিন্তু এখন এই স্টোরেজ অপশনের দাম ২,০০০ টাকা কমানো হয়েছে। যার পর এটিকে ৮,৪৯৯ টাকায় কিনে নেওয়া যাবে।

ফিচার – রেডমি ১২সি স্মার্টফোনে ৬.৭১-ইঞ্চির এইচডি প্লাস (১,৬৫০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৭০% NTSC কালার গ্যামেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য, রেডমির এই হ্যান্ডসেটে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। রেডমি ১২সি স্মার্টফোনের স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এটি – ল্যাভেন্ডার পার্পল, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালার বিকল্পে উপলব্ধ৷

Xiaomi 12 Pro: ৬২,৯৯৯ টাকা দামের শাওমি ১২ প্রো স্মার্টফোনের দাম ২০,০০০ টাকা কমানো হয়েছে। এই মূল্য হ্রাসের পর এটিকে এখন ৪২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

ফিচার – শাওমি ১২ প্রো ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩ ইঞ্চির WQHD+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত। আর পেছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX707 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য শাওমির এই হ্যান্ডসেটটি, অ্যাড্রনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট শাওমি হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট টার্বো ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।