Samsung Galaxy F42 5G দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে স্পেশাল অফার

Samsung Galaxy F42 5G কথা মতোই আজ ভারতে লঞ্চ হল। এটি Galaxy F সিরিজের প্রথম 5G ফোন। Flipkart Big Billion Days সেলে এই ফোনের দাম শুরু হবে ১৭,৯৯৯ টাকা থেকে। Samsung Galaxy F42 5G ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা। ১২টি আলাদা আলাদা 5G ব্যান্ড সাপোর্ট করা এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। Samsung Galaxy F42 5G ভারতে iQOO Z3, Realme X7 5G সহ এই রেঞ্জের অন্যান্য ফোনের সাথে প্রতিযোগিতা করবে।

Samsung Galaxy F42 5G ভারতে দাম, সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের দাম শুরু হয়েছে ২০,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার ২২,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি দুটি কালারে এসেছে- ম্যাট অ্যাকুয়া ও ম্যাট ব্ল্যাক।

Samsung Galaxy F42 5G আগামী ৩ অক্টোবর থেকে Flipkart ও Samsung.com এর মাধ্যমে কেনা যাবে। আসন্ন Big Billion Days সেলে ফোনটির দুটি ভ্যারিয়েন্টের ওপর ৩,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ফলে ৬ জিবি ও ৮ জিবি ভ্যারিয়েন্ট যথাক্রমে ১৭,৯৯৯ টাকায় ও ১৯,৯৯৯ টাকায় বিক্রি হবে।

Samsung Galaxy F42 5G স্পেসিফিকেশন, ফিচার

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০৮ x ১০৮০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, সাথে রয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ। স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F42 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর উপস্থিত। এগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরায় বিভিন্ন মোড সাপোর্ট করে – হাইপারল্যাপস, নাইট মোড, প্রো মোড প্রভৃতি। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Samsung Galaxy F42 5G ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ডলবি অ্যাটমস সাপোর্ট সহ আসা এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F42 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ৩.১ কাস্টম স্কিনে রান করবে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে আছে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি অডিও জ্যাক। এই ফোনের ওজন ২০৩ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন