16 জিবি র‌্যামের Lava O2 এখন পাবেন রয়্যাল গোল্ড কালারে, দাম 9000 টাকার কম

Avatar

Published on:

Lava O2 Royal Gold Variant launched India

গত 22শে মার্চ ভারতে Lava O2 স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। তখন দেশীয় সংস্থাটি তাদের এই এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকে ইম্পেরিয়াল গ্রিন, ম্যাজেস্টিক পার্পল এবং রয়্যাল গোল্ড কালার অপশনের সাথে ঘোষণা করেছিল। কিন্তু সেল শুরু হওয়ার পর দেখা যায়, ডিভাইসটির রয়্যাল গোল্ড (Royal Gold) ভ্যারিয়েন্ট বিক্রি করা হচ্ছে না। তবে অবশেষে আজ অর্থাৎ আনুষ্ঠানিক লঞ্চের পুরো এক মাস পর এই লেটেস্ট Lava হ্যান্ডসেটের রয়্যাল গোল্ড কালার বিকল্পটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হল। সর্বোপরি সেল অফারের অংশ হিসাবে এর সাথে ফ্লাট 500 টাকা ছাড়ও দেওয়া হচ্ছে।

Lava O2 Royal Gold কালার ভ্যারিয়েন্টের দাম এবং প্রাপ্যতা

লাভা ও2 স্মার্টফোনের রয়্যাল গোল্ড কালার বিকল্পটিও 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর দাম রাখা হয়েছে 8,499 টাকা। তবে সেল অফারের অংশ হিসাবে, যেসকল ক্রেতারা অ্যামাজনের মাধ্যমে এই হ্যান্ডসেটটি কিনবেন তাদের 500 টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। যার পর ফোনটির দাম কমে 7,999 টাকা হয়ে যাবে।

Lava O2 স্মার্টফোনের স্পেসিফিকেশন

লাভা ও2 স্মার্টফোনে রয়েছে 6.55-ইঞ্চির এইচডি প্লাস (720×1600 পিক্সেল) পাঞ্চ-হোল LCD ডিসপ্লে রয়েছে, যা 269 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি616 প্রসেসর এবং মালি জি57 জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি UFS2.2 মেমরি পাওয়া যাবে। যদিও এই ফোনে নির্ধারিত ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি 8 জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে।

লাভা ব্র্যান্ডের এই লেটেস্ট হ্যান্ডসেট স্টক অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এর সাথে দুই বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। তদুপরি ক্যামেরা বিভাগের কথা বললে, উক্ত ফোনের পিছনে 50 মেগাপিক্সেলের ডুয়াল AI ক্যামেরা ইউনিট বর্তমান। আবার ডিসপ্লের সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার।

নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচারের সুবিধা। আবার কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়েল সিম স্লট, 4জি, ওয়াই-ফাই 5 802,11 বি/জি/এন/এসি, ব্লুটুথ 5.0, জিপিএস এবং একটি 3.5 মিমি অডিও যাক সামিল থাকছে। Lava O2 স্মার্টফোনে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। এর পরিমাপ 165.0×76.1×8.7 মিমি এবং ওজন 200 গ্রাম।

সঙ্গে থাকুন ➥