Honor 10X Lite পাওয়ারফুল ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল

Huawei এর সাব-ব্র্যান্ড Honor তাদের Honor 10X Lite স্মার্টফোনটি এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ করলো। এর আগে ফোনটিকে তারা সৌদি আরবে লঞ্চ করেছিল। Honor 10X Lite একটি মিড রেঞ্জ স্মার্টফোন। এতে রয়েছে কিরিন হাইসিলিকন ৭১০এ প্রসেসর। অনার ১০এক্স লাইট গ্লোবাল মার্কেটে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ৫০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে।

Honor 10X Lite এর দাম

Honor 10X Lite ফোনটির দাম রাখা হয়েছে ২২৯.৯০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,২০০ টাকা)। এই ফোনটি আপাতত তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যথা – এমারেল্ড গ্রীণ, আইসল্যান্ডিক ফ্রস্ট এবং মিডনাইট ব্ল্যাক। জানিয়ে রাখি সৌদি আরবে এই ফোনের দাম ছিল ৭৯৯ SAR, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৯০০ টাকার সমান। 

Honor 10X Lite এর স্পেসিফিকেশন

Honor 10X Lite ফোনটিতে পাঞ্চ হোল ডিজাইনের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০। এছাড়া এতে আছে কিরিন হাইসিলিকন ৭১০এ অক্টা কোর প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড নির্ভর ম্যাজিক ইউআই ৩.১ সাপোর্টের সঙ্গে এসেছে। এটি হুয়াওয়েই মোবাইল সার্ভিসেস দ্বারা পরিচালিত।

ক্যামেরার ক্ষেত্রে Honor 10X Lite ফোনে আছে কোয়াড কোর ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল (এফ/১.৮)। অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল (এফ/২.৪), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে আছে এআই বিউটি সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (এফ/২.০)।

Honor 10X lite ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে। একইসাথে ফোনটিতে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।