আকর্ষণীয় ফিচারসহ ভারতে লঞ্চ হল Vivo Y15s ফোন, কিনতে কত দাম পড়বে জেনে নিন

স্বল্প আয়ের গ্রাহকদের জন্য কিংবা বিকল্প ডিভাইস ব্যবহারের জন্য এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়। সেক্ষেত্রে এই জাতীয় ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবার Vivo Y15s (ভিভো ওয়াই১৫এস) স্মার্টফোন লঞ্চ করল চীনা হ্যান্ডসেট নির্মাতা Vivo। এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন যাতে প্রচুর আকর্ষণীয় স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। ফলত এটি ব্যবহারকারীদের ব্যয়বহুল স্মার্টফোনের অনুভূতি দেবে। অন্যদিকে নতুন Vivo Y15s বাজারে বিদ্যমান Realme Narzo 50A, Moto E40 এবং Redmi 10 Prime-এর মতো ডিভাইসগুলির সাথে প্রতিযোগিতা করবে বলে ধরে নেওয়া যায়। আসুন এখন এই Vivo Y15s-এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই…

Vivo Y15s-এর দাম, উপলব্ধতা

নতুন ভিভো ওয়াই১৫এসের ৩ জিবি/৩২ জিবি মডেলের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ১০,৯৯০ টাকা, তবে এর MRP বা ম্যাক্সিমাম সেলিং প্রাইস ১৩,৯৯০ টাকা। গ্রাহকরা মিস্টিক ব্লু এবং ওয়েভ গ্রিন – দুটি কালার অপশনের মধ্যে ফোনটি বেছে নিতে পারেন। তবে এটি কেনার জন্য ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং অংশীদার অনলাইন চ্যানেলগুলির দ্বারস্থ হতে হবে।

Vivo Y15s-এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই১৫এস ফোনে ওয়াটারড্রপ স্টাইল নচ এবং পাতলা বেজেলসহ ৬.৫১ ইঞ্চি এইচডি+ স্ক্রিন রয়েছে এর ওজন ১৭৯ গ্রাম। ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সুবিধা। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে কানেক্টিভিটির জন্য হ্যান্ডসেটটি ডুয়াল সিম, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫ এবং ওটিজির সাথে মাইক্রো-ইউএসবি পোর্ট সাপোর্ট করবে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই স্মার্টফোনের পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল স্ন্যাপারযুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার।