সবার প্রিয় Classic বাইকের 650 সিসি ভার্সন আনছে Royal Enfield, ইঞ্জিন-ফিচার্স কেমন

টু-হুইলারে লাদাখ ভ্রমণের ক্ষেত্রে অধিকাংশ রাইডার যে মোটরসাইকেলটিকে অন্ধবিশ্বাস করে থাকেন, সেটি আর কেউ নয়, Royal Enfield Classic 350। দীর্ঘদিন ধরে ভারতের রেট্রো বাইকের বাজারে এই মডেলটি নিজের নেতৃত্ব প্রদান করে চলেছে। এবারে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ক্লাসিক-এর ৬৫০ সিসি মডেল আনতে চলেছে। ভারতে প্রথমবারের জন্য যার পরীক্ষা চালাতে দেখা গেল। যদিও ছবিতে এটি আদৌ Classic 650 কিনা, তা বোঝা যায়নি। তবে সামগ্রিক ভাবে ক্লাসিক ৩৫০-র সাথে মিল থাকায় মনে করা হচ্ছে, এটি বাইকটির ৬৫০ সিসি ভার্সন।

ডিজাইন ও যন্ত্রাংশ

এখন অনেকেই আসন্ন বাইকটির ছবি দেখে এটি Royal Enfield Shotgun 650 বলে তর্ক জুড়ে দিতে পারেন। তবে এটি যে নিঃসন্দেহে Classic 650 তা বাইকটির কয়েকটি বৈশিষ্ট্য বিচার করলেই বোঝা যায়। যেমন এর ফর্ক কভার সহ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও হেডল্যাম্প ইউনিট ক্লাসিক ৩৫০-এর সাথে মেলে। এছাড়া এতে উপস্থিত ওয়্যার স্পোক হুইল, লং মাডগার্ড এবং স্প্লিট সিট যা ক্লাসিক ৩৫০-এর কথাই মনে করায়।

Royal Enfield Classic 650 | Photo Credit: Bikewale

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ একজোড়া পিসহুটার এগজস্ট নিয়ে আসবে। বাইকের ডিজাইনের সাথে মিল রাখতে যা সামান্য ঊর্ধ্বমুখী রাখা হয়েছে। সেন্টার সেট ফুটপেগ এবং আপরাইট হ্যান্ডেলবার আরামদায়ক অবস্থানের সাথে রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে।

ইঞ্জিন স্পেসিফিকেশন

আসন্ন Royal Enfield Classic 650 সংস্থার Super Meteor 650-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। আশা করা হচ্ছে এতেও একটি ৬৪৮ সিসি, অয়েল কুল্ড, টুইন সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। যা থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ।

লঞ্চের সময়কাল, সম্ভাব্য দাম ও প্রতিপক্ষ

নতুন Royal Enfield Classic 650 আগামী ২০২৫-এর শুরুর দিকে বাজারে হাজির হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সংস্থার লাইনআপে একটি Interceptor 650 ও Super Meteor 650-এর মাঝামাঝিতে অবস্থান করায দাম ৩.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।