গ্ল্যামার যেন ফেটে পড়ছে, রাস্তায় ঝড় তুলতে তৈরি Hero-র নয়া স্পোর্টস বাইক, ছবি দেখুন

হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি ভারতে তাদের ফুল-ফেয়ার্ড স্পোর্ট বাইক Karizma XMR লঞ্চ করেছে। এবার সংস্থার জয়পুরের কারখানা থেকে কারিজমার প্রথম ইউনিট তৈরি হয়ে বেরিয়েছে। আশা করা হচ্ছে, আগামী ক’সপ্তাহের মধ্যেই ক্রেতাদের ডেলিভারি দেওয়া চালু করবে হিরো। তবে এখনো যারা বুক করবেন বলে ভাবছেন তাঁদের জন্য বলে রাখি, বাইকটি এখন ৩০০০ টাকার বিনিময়ে রিজার্ভ করা যাচ্ছে।

Hero Karizma XMR কারখানা থেকে তৈরি হয়ে বেরোলো

এগিয়ে চলার শক্তি জোগাতে 2023 Hero Karizma XMR-এ উপস্থিত একটি নতুন ২১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যার সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। এই প্রথম স্টিলের ট্রেলিস ফ্রেমের সাথে কোন বাইক, লিকুইড কুল্ড ইঞ্জিন সহ বাজারে এনেছে হিরো। যা থেকে ৯,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৫.৫ বিএইচপি শক্তি এবং ৭,২৫০ আরপিএম গতিতে ২০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে।

Karizma XMR-এ দেওয়া হয়েছে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড-অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ৩০০ মিমি ডিস্ক এবং পেছনে ২৩০মিমি রোটর উপস্থিত। বাইকটি তিনটি রংয়ের বিকল্পে বেছে নেওয়া যায় – ম্যাট ব্ল্যাক, রেড এবং ইয়েলো।

Hero Karizma XMR-তে একাধিক সেগমেন্ট ফার্স্ট ফিচার অফার করা হয়েছে। যেমন অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি ড্যাশ, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং অল এলইডি লাইটিং সিস্টেম। এছাড়া বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে ডুয়েল টোন ফুয়েল ট্যাঙ্ক, একটি আপসোয়েপ্ট ও শার্প ডিজাইন টেল সেকশন এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট।

নতুন Hero Karizma XMR-এর দাম ১,৭২,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি বাইকটির ইন্ট্রোডাক্টরি প্রাইস। তাই ভবিষ্যতে এর মূল্য বাড়িয়ে ১,৮২,৯০০ টাকা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে – Yamaha R15 V4, Bajaj Pulsar RS 200, Suzuki Gixxer SF 250 ও KTM RC 200। এদের দর ১.৭২ লক্ষ থেকে ২.১৮ লক্ষ টাকা।