Bajaj Platina 110 ABS: দেশের সবথেকে সস্তা এবিএস যুক্ত বাইক নিয়ে হাজির বাজাজ
বাজাজ অটো (Bajaj Auto) তাদের অন্যতম জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল Platina 110 ABS এর আপডেটেড মডেল লঞ্চ করেছে। নতুন প্রজন্মের এন্ট্রি-লেভেল বাইকটির দাম ৭২,২২৪ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট সেগমেন্টের প্রথম মোটরসাইকেল হিসেবে প্লাটিনা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস (ABS) পেয়েছে। একইসাথে এই ফিচারের সবচেয়ে সস্তা বাইক এটি।
সংস্থাটি তাদের Platina 110 ABS মোটরসাইকেলটি সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে হাজির করেছে। এর ফিচারের তালিকায় রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ ডিজিটাল স্পিডো কনসোল এবং গিয়ার গাইডেন্স। টপ-স্পেক ভ্যারিয়েন্টটি চারটি নতুন রঙের বিকল্প পেয়েছে – ইবোনি ব্ল্যাক, গ্লস পিউটার গ্রে, ককটেল ওয়াইন রেড এবং স্যাফায়ার ব্লু।
বাজাজ প্ল্যাটিনা ১১০ এবিএস-এ চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ১১৫.৪৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮.৪৪ বিএইচপি এবং ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৪-স্পিড গিয়ারবক্স। হার্ডওয়্যারের মধ্যে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে নাইট্রক্স সমেত ডুয়েল স্প্রিং শক অ্যাবজর্ভার রয়েছে।
ফিচারের তালিকায় উপস্থিত একটি এলইডি ডিআরএল সহ হ্যালোজেন হেডল্যাম্প, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ভারতের বাজারে Bajaj Platina 110 ABS-এর প্রতিপক্ষ মডেল হিসেবে রয়েছে Hero Splendor Plus, Honda CD 110 Dream এবং TVS Star City Plus।