Honda Activa 125: চাবি না ঘুরিয়েই স্টার্ট? সত্যিই, নয়া হোন্ডা অ্যাক্টিভায় এখন একঝাঁক দরকারী ফিচার্স
প্রত্যাশা মতোই আজ ভারতের বাজারে Honda Activa 125-এর আপডেটেড ভার্সনের আনুষ্ঠানিক লঞ্চ হল। বেস্ট সেলিং স্কুটারটির নতুন প্রজন্মের মডেলের দাম ৭৮,৯২০ টাকা থেকে শুরু হচ্ছে। যা ৮৮,০৯৩ টাকা পর্যন্ত গিয়েছে। দুটোই এর এক্স-শোরুম প্রাইস। আপডেট হিসেবে স্কুটারটি একঝাঁক স্মার্ট ফিচার্স ও নয়া নির্গমন বিধির ইঞ্জিন পেয়েছে। নতুন Activa 125 চারটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – ড্রাম, ড্রাম অ্যালয়, ডিস্ক এবং H-Smart। শেষের ট্রিমটি হল সবচেয়ে অত্যাধুনিক মডেল।
2023 Honda Activa 125 : ডিজাইন ও কালার
Honda Activa 125-এর ডিজাইনে কোনও পরিবর্তন ঘটানো হয়নি। পাঁচটি রঙের বিকল্পে এটি হাজির হয়েছে – পার্ল নাইট স্টার্ট ব্ল্যাক, হেভি গ্রে মেটালিক, রেবেল রেড মেটালিক, পার্ল প্রিসিয়াস হোয়াইট এবং মিড নাইট ব্লু মেটালিক।
2023 Honda Activa 125 : ইঞ্জিন
নতুন হোন্ডা অ্যাক্টিভা ১২৫ ওবিডি-২ নির্গমন বিধি পালনকারী ইঞ্জিন সমেত হাজির হয়েছে। এতে উপস্থিত ১২৫ সিসি ফুয়েল ইনজেক্টেড মোটর থেকে ৬,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮.১৯ বিএইচপি শক্তি ও ৫,০০০ আরপিএম গতিতে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে।
2023 Honda Activa 125 : ফিচার্স
স্কুটারটিতে আইডল স্টার্ট/স্টপ ফিচার উপলব্ধ আছে। যেটি জ্বালানি খরচ কমাতে সাহায্য করবে। এছাড়া মাইলেজ বাড়াতে নয়া প্রযুক্তির টায়ার ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনে উপলব্ধ eSP প্রযুক্তি, যা নিঃশব্দে ইঞ্জিন স্টার্ট ও অন্যান্য ক্ষেত্রে সহায়তা করবে। ফিচারের প্রসঙ্গে বললে, এতে উপস্থিত একটি সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ, এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ, ওপেন গ্লোভবক্স পজিশন ল্যাম্প সহ এলইডি হেডল্যাম্প।
এতে ব্যবহৃত ছোট ডিজিটাল স্ক্রিনে রাইডিংয়ের বিভিন্ন তথ্য ভেসে উঠবে। যেমন – রিয়েল টাইম মাইলেজ, ডিসটেন্স টু এম্পটি, ফুয়েল গজ, গড় মাইলেজ এবং সময়। টপ-এন্ড ভ্যারিয়েন্টটি একটি স্মার্ট কি ফাংশন সমেত এসেছে। ফলে স্মার্ট ফাইন্ড, স্মার্ট সেফ, স্মার্ট আনলক এবং স্মার্ট স্টার্ট-এর মতো সুবিধাগুলি মিলবে। স্মার্ট কি ফাংশনের মাধ্যমে পার্কিং লট থেকে নিজের স্কুটারটি খুব সহজেই খুঁজে বের করা যাবে। আনসার ব্যাক বাটনটি দাবানো মাত্রই টার্ন ইন্ডিকেটরটি দু’বার ব্লিঙ্ক করবে, তবে স্কুটারটি এক্ষেত্রে ১০ মিটারের মধ্যে থাকতে হবে।
Honda Activa 125-এর অন্যান্য ফিচারের তালিকায় রয়েছে অ্যান্টি থেফ্ট সিস্টেম। এতে চাবি দু’মিটারের বেশি দূরত্বে গেলেই জানান দেবে। স্কুটারটিতে চাবি গোজার জন্য প্রথাগত কোন জায়গা নেই। এটি একটি নব রয়েছে, যার মাধ্যমে ইঞ্জিন স্টার্ট/স্টপ করা যাবে। স্কুটার থেকে চাবির দূরত্ব সর্বোচ্চ দু’মিটার হলে, চালক হাত না দিয়েই সিট, ফুয়েল ক্যাপ খুলতে পারবে।