Scam: সাবধান! শুধু 1টি নম্বর ডায়ালেই আপনার ফোন, SMS চলে যাবে জালিয়াতদের কাছে
401 Call Forwarding Scam: ভারতে সাইবার কেলেঙ্কারি ক্রমশ বেড়েই চলেছে, সাবধান থেকেও কেউ না কেউ বিপদে পড়ছেনই! সেক্ষেত্রে এই উৎসবের মরসুমে প্রতারকরা একটি বোকা বানানোর জন্য নতুন ফাঁদ পেতেছে – সম্প্রতি জানা গিয়েছে যে, এবার কল ফরওয়ার্ডিং স্ক্যামের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে। এই ধরণের জালিয়াতিতে অপরাধীরা মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা ইন্টারনেট সার্ভিস অপারেটরের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসাবে পরিচয় দিচ্ছে। এই কারণে Reliance Jio, Airtel-এর মতো শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরগুলি ইউজারদের কল ফরওয়ার্ডিং কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক থাকতে বলেছে।
কল ফরওয়ার্ডিং স্ক্যাম কী?
কল ফরওয়ার্ডিং স্ক্যাম হল একটি প্রতারণামূলক পদক্ষেপ, যেখানে স্ক্যামাররা কোম্পানির নামে স্মার্টফোন ইউজারদের সাথে যোগাযোগ করে তাদের মোবাইল ইন্টারনেট, অ্যাকাউন্ট সিকিউরিটি বা সিম কার্ডের সমস্যা আছে বলে দাবি করে। এক্ষেত্রে বিশ্বাস অর্জনের জন্য তারা একটি দ্রুত সমাধানের প্রস্তাবও দেয় এবং ৪০১ নম্বর নির্দিষ্টভাবে ডায়াল করার জন্য বলে। একবার কেউ ফাঁদে পা দিয়ে এই কাজ করে বসলেই স্ক্যামারের নম্বরে কল ফরওয়ার্ডিং সক্রিয় হয়ে যায়, আর এতে করে ভিক্টিমের কল, ওটিপিগুলি তারা ডাইভার্ট করে অ্যাক্সেস করতে পারে। গোটা ঘটনাটি ভিক্টিম জানতেও পারেননা, কারণ তাদের ফোনে কোনো কল, এসএমএস আসেনা।
উল্লেখ্য, স্ক্যামারদের লক্ষ্য স্মার্টফোন ইউজারদের ব্যাঙ্কের বিবরণ এবং মেসেজিং অ্যাপসহ অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করা। তাই কোড ডায়ালিং এড়িয়ে চলুন এবং ফোনের পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখুন।
কল ফরওয়ার্ডিং স্ক্যাম থেকে কীভাবে নিরাপদ থাকবেন?
১. কোড ডায়ালিং বা এসএমএস পাঠানো এড়িয়ে চলুন: যেকোনো কিছুর বিনিময়েই হুটহাট কোড ডায়াল করবেননা বা অজানা উৎস থেকে আসা টেক্সট মেসেজের উত্তর দেবেননা। কারণ স্ক্যামাররা সাধারণত কল ফরওয়ার্ডিং সক্রিয় করতে এই পদ্ধতিগুলি ব্যবহার করে।
২. ফোন সিকিউরিটি উন্নত করুন: আপনার স্মার্টফোনকে সুরক্ষিত করতে পাসকোড বা বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহার করুন।
৩. সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না: আপনার আইএসপি (ISP) বা মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডারদের নামে আসা কলারদের সাথে কখনই সংবেদনশীল তথ্য যেমন ওটিপি (OTP) শেয়ার করবেন না। কোনো তথ্য শেয়ার করার অপর প্রান্তের কলারের পরিচয় যাচাই করুন।