Amazon-এর কুইজ থেকে আজও মিলতে পারে ৫০,০০০ টাকা পর্যন্ত পুরষ্কার, এভাবে খেলুন মজাদার গেম
প্রতিদিনের মত Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র অন্যতম জনপ্রিয় গেম 'Daily Spin & Win Quiz' (ডেইলি স্পিন অ্যান্ড উইন কুইজ)-এর আজ ফের নতুনভাবে লাইভ হয়েছে। এক্ষেত্রে আজও গেমটির এই সংস্করণে অংশগ্রহণ করলে ৫০,০০০ টাকা পর্যন্ত (সর্বোচ্চ পুরষ্কার) জেতার সুযোগ থাকছে, তবে বাড়ি বসে হাজার হাজার টাকা পকেটস্থ করার জন্য অংশগ্রহণকারীদের ঘোরাতে হবে গেমের ভার্চুয়াল চাকা বা হুইল অপশন এবং একইসাথে তাদের একটি প্রশ্নের উত্তরও দিতে হবে। ভাবছেন এই গেম সহজ নাকি জটিল? তাহলে চলুন এখন 'Amazon Daily Spin & Win Quiz' সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই এবং এক নজরে দেখে নিই এর প্রশ্নোত্তর…
Amazon Daily Spin & Win Quiz খেলার নিয়ম
অ্যামাজনের 'ডেইলি স্পিন অ্যান্ড উইন কুইজ' খেলার জন্য ফোনে (অ্যান্ড্রয়েড হোক বা আইওএস) অ্যামাজন অ্যাপ থাকা বাধ্যতামূলক। মনে রাখবেন, মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়া গেমটি অ্যাক্সেস করা যাবে না।
১. এক্ষেত্রে প্রথমে অ্যাপ্লিকেশনটি খুলে সাইন ইন/লগ ইন করতে হবে।
২. তারপর অ্যামাজন অ্যাপের 'মিউজিক, ভিডিও অ্যান্ড গেমিং' সেকশনে গেলে, 'ফানজোন' বিভাগের অধীনে এই গেমের ব্যানার মিলবে।
৩. এখানে এন্টার করার পর প্রদত্ত স্পিনিং হুইলে ক্লিক করলে তবেই গেমটি খেলা যাবে।
এই প্রসঙ্গে বলে রাখি, যদি কারো হুইলের রেজাল্ট 'বেটার লাক নেক্সট টাইম' দেখায় তাহলে কুইজে অংশগ্রহণ করা যাবে না। তবে যদি চাকা ঘুরে কাঁটা অন্য অপশনে আটকায়, তাহলে সেই অপশনে নির্ধারিত টাকা জেতার জন্য অংশগ্রহণকারীদের একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। আর বিজয়ীর নাম ঘোষণা হবে পরের দিন অর্থাৎ ১১ই জুন।
আজকের Amazon Daily Spin & Win Quiz-এর প্রশ্নোত্তর
১. Inside Edge’ based on the world of cricket was the first __ original series in India in Hindi. Fill in the blanks
উত্তর: Amazon
Amazon Daily Spin & Win Quiz-এর অন্যান্য তথ্য
পুরষ্কারের ক্ষেত্রে, এই কুইজ গেমে একজন বিজয়ী মানে প্রথম স্থানাধিকারী ৫০,০০০ টাকা পাবেন। দ্বিতীয় (একজন) এবং তৃতীয় স্থানাধিকারী (দুজন) পাবেন যথাক্রমে ৭,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। একইভাবে পঞ্চম পুরষ্কার হিসেবে নির্দিষ্ট ১০০ জনের পে ব্যালেন্স হিসেবে ১০০ টাকা করে জেতার সুযোগ থাকবে। আবার ২২০ জন পাবেন ৫০ টাকা করে। যদিও সংস্থা বিজয়ী নির্বাচন করবে একটি লাকি ড্র-এর সাহায্যে। এছাড়া, গেম খেলার জন্য অংশগ্রহণকারীর বয়েস কমপক্ষে ১৮ বছর হতে হবে, আর সাথে থাকতে হবে বৈধ পরিচয়পত্র বা ভারতের নাগরিকত্বের প্রমাণ।