Amazon Fab Phones Fest Sale: পরশু শেষ হচ্ছে সেল, সস্তায় স্মার্টফোন কিনতে চাইলে তাড়াতাড়ি করুন

Update: 2022-02-26 16:48 GMT

ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এমনিতে সেলের শেষ নেই। সেক্ষেত্রে সম্প্রতি জনপ্রিয় অনলাইন শপিং সাইট Amazon (অ্যামাজন)-এ শুরু হয়েছে 'Amazon Fab Phones Fest' (অ্যামাজন ফ্যাব ফোন ফেস্ট) সেল, যা মাসের শেষ অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি অবধি চলবে। সুবিধার কথা বললে, এই সেল চলাকালীন সময়ে আগ্রহী ক্রেতারা অনেক স্মার্টফোনে বিশাল ছাড়ের সুবিধা নিতে পারেন। হ্যাঁ ঠিকই পড়েছেন! আসলে Amazon-এর এই সেলে OnePlus, Realme এবং Samsung এর মতো অনেক স্মার্টফোনে দারুণ ডিল পাওয়া যাচ্ছে। ছাড় ছাড়াও, সংস্থাটি বিভিন্ন ব্যাংক অফার সরবরাহ করছে যার পরে স্মার্টফোন, স্মার্ট টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য কেনা সহজ হয়ে যায়। তাই আপনি যদি এই মুহূর্তে সাশ্রয়ী মূল্যে নিজের জন্য একটি স্মার্টফোন কিনতে চান তবে এই সুযোগটি আপনার জন্য সেরা হতে পারে। আসুন এখন 'Amazon Fab Phones Fest' সেলের চমকপ্রদ অফারগুলি এক নজরে দেখে নিই…

'Amazon Fab Phones Fest' সেলে মিলবে এইসব অফার

চলমান এই সেলে এইচডিএফসি ব্যাংক কার্ডের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে গ্রাহকরা ১,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। একই সময়ে, মিলবে এক্সচেঞ্জ অফারের সুবিধা। এছাড়াও, ক্রেতারা স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে নো-কস্ট ইএমআইয়ের বিকল্প পাবেন।

স্মার্টফোনের ওপর অফার

অ্যামাজন ফ্যাব ফোন ফেস্টে OnePlus 9RT ৪২,৯৯৯ টাকায় কেনা যাবে। ব্যাংক অফারে, আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৪,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। অন্যদিকে এই সেলে Redmi Note 11S ফোন বিক্রি হচ্ছে ১৪,৪৯৯ টাকায়। একইভাবে Xiaomi 11T Pro পাওয়া যাবে ৩৯,৯৯৯ টাকায়। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডসহ Xiaomi এবং Redmi-এর স্মার্টফোনে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, OnePlus-এর অন্য আরেকটি ফোন Nord CE 2 সেলে ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে। ব্যাংক অফারে, আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,৫০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এছাড়া এখন iQOO Z5 এবং iQOO Z3 5G যথাক্রমে ২০,৯৯০ টাকা এবং ১৭,৯৯০ টাকায় মিলবে। এই ফোন জোড়ার দামের ওপর ৩,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট মিলবে।

Tags:    

Similar News