iQOO Z3 থেকে iQOO 7, ডিসকাউন্ট ও নো কস্ট ইএমআই-এ কেনার সুযোগ দিচ্ছে iQOO Quest Days Sale
অ্যামাজনে (Amazon) শুরু হয়ে গেলো আইকো কোয়েস্ট ডেজ সেল (iQOO Quest Days Sale)। এই সেল উপলক্ষ্যে আইকো ব্র্যান্ডের বিভিন্ন জনপ্রিয় ডিভাইসের উপরে আকর্ষণীয় ছাড় মিলবে। আজ ২৩শে আগস্ট থেকেই আগ্রহীরা আলোচ্য সেলে কেনাকাটা করতে পারবেন। আগামী ২৬শে আগস্ট পর্যন্ত আইকো কোয়েস্ট ডেজ সেলটি সক্রিয় থাকবে অর্থাৎ তারপর আর কোনোভাবেই সেলকে কেন্দ্র করে প্রাপ্ত অফারগুলির সদ্ব্যবহার করার সুযোগ থাকবে না।
iQOO Quest Days Sale-এর অফার
আইকো কোয়েস্ট ডেজ সেল চলাকালীন ক্রেতারা নো-কস্ট ইএমআই সুবিধা (no-cost EMI), পুরোনো ডিভাইস বিনিময়ের ক্ষেত্রে আকর্ষণীয় এক্সচেঞ্জ মূল্য, বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট সহ একাধিক অফারের লাভ ওঠাতে পারবেন। যদিও স্ক্রিন রিপ্লেসমেন্টের অফারটি শুধুমাত্র প্রাইম সদস্যদের জন্য প্রযোজ্য। iQOO Z3 এবং iQOO 7 সিরিজের স্মার্টফোনগুলির ক্ষেত্রে ক্রেতারা উপরোক্ত সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এসময় কেনাকাটা করলে অ্যামাজন কুপন মারফত ২০০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সম্ভাবনা থাকছে। একইসাথে আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) কার্ড ব্যবহার করলে ইএমআই (EMI) ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বাড়তি ২০০০ টাকা ছাড় মিলতে পারে।
অফার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পর সেল উপলক্ষ্যে সবথেকে লাভজনক সওদাগুলি দেখে নেওয়া যাক। এক্ষেত্রে সর্বপ্রথম বলবো iQOO 7 5G স্মার্টফোনটির কথা যা ৬.৬২ -ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। এর স্ক্রিন রেজোলিউশন ২৪০০x১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। iQOO 7 5G ডিভাইসে আছে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৭০ (Qualcomm Snapdragon 870) প্রসেসর সহ এসেছে। ছবি তোলার জন্য এতে রয়েছে ৪৮+১৩+২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। স্টর্ম ব্ল্যাক এব সলিড আইস ব্লু রঙের বিকল্পে উপলব্ধ এই ডিভাইসের বেস ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৯,৯৯৯ টাকা।
এরপর বলতে হয় iQOO 7 Legend ডিভাইসের কথা। সেল চলাকালীন এর ৮+১২৮ জিবি স্টোরেজ বিকল্প কিনতে ৩৬,৯৯৯ টাকা খরচ করতে হবে। এই ডিভাইসে ৬.৬২ -ইঞ্চির ফুল এইচডিপ্লাস (FHD+) অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মডেলটি ১৩০০ নিটস্ পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে এসেছে। প্রসেসরের ক্ষেত্রে এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৮৮ (Qualcomm Snapdragon 888) চিপসেট। iQOO 7 Legend ডিভাইসেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। প্রধান ক্যামেরা হিসেবে এখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৫৯৮ (Sony IMX598) সেন্সর। এছাড়া এতে ১৩ মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এতে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এবার আইকো (iQOO) সংস্থার অপেক্ষাকৃত সস্তা ডিভাইস iQOO Z3 5G -এর ব্যাপারে জেনে নেওয়া যাক। সেল চলাকালীন মডেলটির দাম পড়বে ১৮,৪৯০ টাকা। ডিভাইসটি ৬.৫৮ -ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৭৬৮জি (Qualcomm Snapdragon 768G) অক্টা কোর প্রসেসর সহ এসেছে। গ্রাফিক্সের ক্ষেত্রে এতে অ্যাড্রেনো ৬২০ জিপিইউ (Adreno 620 GPU) ব্যবহার করা হয়েছে। ফোনটি ডুয়াল 5G সিম কার্ড সাপোর্টের সঙ্গে উপলব্ধ। এতে ট্রিপল রিয়ার ক্যামেরার অস্তিত্ব রয়েছে যার প্রধান লেন্সটি ৬৪ মেগাপিক্সেলের। ফোনে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ও ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।