হোলি সেল নিয়ে হাজির Amazon, iPhone থেকে শুরু করে বিভিন্ন প্রিমিয়াম Smartphone পাবেন ছাড়ে
সামনে হোলি (Holi) ছাড়া তেমন কোনো বিশেষ বড় উৎসব নেই। তবে আগামী সপ্তাহের সেই রঙের উৎসবকে উপলক্ষ করেই Amazon India এবার বিস্ফোরক 'Holi Store' অফার নিয়ে হাজির হয়েছে। এই বিক্রয়পর্বে বাম্পার ডিসকাউন্টে প্রতিটি রেঞ্জের স্মার্টফোন কেনা যাবে। তবে একই সময়ে আপনি যদি প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন কিনতে চান, তবে Amazon-এর অফার হাতছাড়া করা ঠিক হবেনা। কেননা হোলি অফারে প্ল্যাটফর্মটি Apple iPhone 13 থেকে শুরু করে Samsung Galaxy S24 পর্যন্ত দামী ফোনগুলিতে আকর্ষণীয় ব্যাঙ্ক ডিসকাউন্ট, ইএমআই স্কিম এবং এক্সচেঞ্জ অফার দেবে। যার ফলে এগুলি অনেকটা সস্তায় কেনা সম্ভব হবে। আসুন এখন Amazon-এর এই হোলি সেলের সেরা ডিলগুলি বিস্তারিতভাবে জানা যাক৷
Holi Sale: এখন এই তিনটি প্রিমিয়াম ফোনে বাম্পার অফার দিচ্ছে Amazon
- Apple iPhone 13: ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই আইফোনটি (নীল রঙের ভ্যারিয়েন্ট) এখন অ্যামাজনে ৪৯,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ২,৪৭৫ টাকার ক্যাশব্যাক ও ২৭,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। আবার আইফোন ১৩ কিনে এয়ারটেল (Airtel) পোস্টপেইড কানেকশন নিলে মিলবে ১,২০০ টাকা ছাড়।
এই আইফোনে ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার রেটিনা এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে, এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর, ৪ জিবি র্যাম, ৩,২৪০ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
- OnePlus 12R: ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোনের দাম ৩৯,৯৯০ টাকা। তবে এখন এটি হাজার টাকার ব্যাঙ্ক অফার, ১,৯৯৯ টাকার ক্যাশব্যাক এবং ৩৭,৫৫০ টাকার এক্সচেঞ্জ বোনাস (শর্তাবলি প্রযোজ্য) কাজে লাগিয়ে কেনা যাবে। জিও (Jio) সিম ইউজাররা এক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
ফিচার বলতে এতে পাবেন ১২০ হার্টজ ৬.৭৪ ইঞ্চি এলটিপিও প্রো-এক্সডিআর অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
- Samsung Galaxy S24 5G: জানুয়ারিতে লঞ্চ হওয়া এই ফোনটির দাম ৮৯,৯৯৯ টাকা হলেও এখন এটি ২,০০০ টাকার কুপন ডিসকাউন্টে কেনা যাবে। এছাড়াও এতে পাবেন ৫,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ৪,৫০০ টাকার ক্যাশব্যাকের বেনিফিট। আবার পুরোনো ফোন বদলে নিলে এক্সচেঞ্জ অফারে এর দাম আরও ২৭,৫৫০ টাকা অবধি কমানো যাবে।
এই প্রিমিয়াম ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ২৪০০ প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর বিশেষ সুবিধাও।
(প্রতিবেদনটি লেখার সময় এই অফারসমূহ উপলব্ধ ছিল)