App: এই অ্যাপ ডাউনলোড করতেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৫ লক্ষ টাকা, সতর্ক হোন

By :  techgup
Update: 2023-01-18 08:16 GMT

চলতি সময়ে কমবেশি আমাদের সকলের হাতেই রয়েছে স্মার্টফোন, আর স্মার্টফোন মানেই তাতে একগুচ্ছ অ্যাপের বাস। এখন অধিকাংশ মানুষ স্মার্টফোনের মাধ্যমেই বেশিরভাগ জরুরী কাজ সেরে ফেলেন, এবং এই কাজে তাদেরকে সাহায্য করে হ্যান্ডসেটে মজুত থাকা হরেক রকমের অ্যাপ। সাধারণত যে-কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য Android এবং iOS ব্যবহারকারীরা সর্বপ্রথম Google Play Store এবং Apple App Store-এর দ্বারস্থ হন। এই স্টোরগুলিতে প্রয়োজনমাফিক হাজারো অ্যাপের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে থেকে ইউজাররা তাদের দরকারমতো অ্যাপগুলি ডাউনলোড করে নেন। তবে অ্যাপ ডাউনলোড করার জন্য কেউ ৫ লাখ টাকা খুইয়েছেন, এমন কথা কোনোদিন শুনেছেন কি? আজ্ঞে হ্যাঁ, শুনে কিঞ্চিৎ অবিশ্বাস্য বলে মনে হলেও সম্প্রতি এরকমই একটি ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। আসুন, বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

AnyDesk অ্যাপ ডাউনলোড করার সাথে সাথেই এক যুবকের অ্যাকাউন্ট থেকে গায়েব হল ৫ লক্ষ টাকা

সংবাদ সংস্থা পিটিআই (PTI)-এর রিপোর্ট অনুযায়ী, হালফিলে জনৈক এক যুবক তার টিভিতে বেশ কিছুদিন ধরেই খারাপ ডিসপ্লে সংক্রান্ত সমস্যা লক্ষ্য করছিলেন। তাই সেটি সমাধানের আশায় তিনি তার টিভি চ্যানেল অপারেটরকে ফোন করেন। সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে কথা বলার পরমুহূর্তেই অন্য একটি নম্বর থেকে তার কাছে একটি ফোন আসে, যেখানে অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে চ্যানেল প্রোভাইডার টিমের কর্মী বলে দাবি করেন। কিন্তু ওই যুবক ঘুনাক্ষরেও টের পাননি যে তিনি আদতে টিভি চ্যানেল অপারেটরের কোনো কর্মীর সঙ্গে নয়, বরং একজন দুঁদে সাইবার জালিয়াতের সঙ্গে কথা বলছেন।

ফোনে ওই সাইবার অপরাধী যুবকটিকে এনিডেস্ক (AnyDesk) অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, দূর থেকেই ক্লায়েন্টদের ডিভাইসের নানাবিধ সমস্যার সমাধান করতে গোটা বিশ্বের অসংখ্য আইটি পেশাদার এই অ্যাপটি ব্যবহার করেন। উল্লেখ্য, এনিডেস্ক এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি আপনার ফোনের বা কম্পিউটারের স্ক্রিনের সমস্ত কিছু অন্য একটি ফোনে অথবা কম্পিউটারে দেখতে পাবেন। অর্থাৎ আরও সহজে বললে, এটি একটি স্ক্রিন রিমোট শেয়ারিং অ্যাপ্লিকেশন।

ফলে জালিয়াতের কথায় আশ্বস্ত হয়ে নিজের টিভির খারাপ ডিসপ্লে ঠিক করার আশায় যুবকটি সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনে এনিডেস্ক অ্যাপটি ডাউনলোড করে ফেলেন, এবং এরপরেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। রিপোর্ট অনুযায়ী, অ্যাপটি ইন্সটল করার কয়েক মিনিটের মধ্যেই ওই যুবকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫ লক্ষ টাকা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে গিয়ে ওই যুবক নিকটবর্তী থানায় নিজের অভিযোগ জানান, এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪২০ ধারা এবং আইটি আইন সম্পর্কিত ধারায় একটি মামলা দায়ের করেছে।

রিমোট অ্যাক্সেস স্ক্যামের শিকার হওয়ায় মোটা টাকা খোয়ালেন ওই যুবক

এখন প্রশ্ন হল, শুধুমাত্র একটি অ্যাপ ডাউনলোড করায় কীভাবে ওই যুবকের অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা খোয়া গেল? সেক্ষেত্রে বলি, রিমোট অ্যাক্সেস স্ক্যামের শিকার হওয়ার সুবাদেই এই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন ওই ব্যক্তি। যেহেতু AnyDesk একটি স্ক্রিন রিমোট শেয়ারিং অ্যাপ্লিকেশন, তাই এই অ্যাপ ব্যবহার করে দূর থেকেই হ্যাকাররা ইউজারদের মোবাইল ফোনের অথবা কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই চুরি করে নিতে পারে। এমনকি AnyDesk অ্যাপের সাপোর্ট পেজেও বলা আছে যে, অচেনা কেউ যদি এই অ্যাপটি ডাউনলোড করার নির্দেশ দেয়, তাহলে ইউজারদের সেটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। কিন্তু বিষয়টি সম্পর্কে যথাযথভাবে অবগত না থাকার কারণেই দুর্ভাগ্যবশত পাঁচ লাখ টাকা খোয়ালেন উক্ত যুবক। তাই চলতি সময়ে হ্যাকারদের হাত থেকে নিরাপদে থাকতে হলে কখনো অচেনা কারোর নির্দেশে নিজের ডিভাইসে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। এছাড়া, নিজেদের ব্যক্তিগত ব্যাংকিং ডিটেইলস অপর ব্যক্তির সাথে শেয়ার করা থেকেও ইউজারদের সর্বদা বিরত থাকা উচিত।

Tags:    

Similar News