ইন্টেল কে ছেড়ে এমাসেই ARM-বেসড প্রসেসরযুক্ত Macbook আনছে Apple
আমেরিকার টেক জায়ান্ট Apple ইতিমধ্যেই বাজারে এনেছে তাদের নতুন আইফোন সিরিজ iPhone 12। তবে এবার কোম্পানিটি নতুন Macbook লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। আসলে আগামী ১০ নভেম্বর Apple একটি ইভেন্টের আয়োজন করেছে, যার জন্য তারা মিডিয়াকে ইনভাইট করতেও শুরু করেছে। এই ইনভাইট লেটারে ‘One More Thing’ এই কথাটির ওপর জোর দেওয়া হয়েছে। এই বাক্যাংশটি দেখে মনে হয় অ্যাপল কোন বড় প্রোডাক্ট উদ্ঘাটন করতে চলেছে এই ইভেন্টে। এর আগে WWDC 2020 ভার্চুয়াল ইভেন্টে কোম্পানিটি জানিয়েছিল যে তারা এই বছরের মধ্যেই ARM-বেসড Macbook লঞ্চ করবে। সুতরাং এই ইভেন্টেই তারা নতুন ম্যাকবুক লঞ্চ করবে বলে মনে হচ্ছে। ব্লুমবার্গের একটি রিপোর্টেও জানানো হয়েছে, আগামি সপ্তাহে অ্যাপল ইন-হাউস সিলিকন প্রসেসরযুক্ত তিনটি নতুন ম্যাকবুক লঞ্চ করবে। ১৫ বছর ধরে এতদিন অব্দি তারা ম্যাকবুকে Intel-এর প্রসেসর ব্যবহার করত। তবে এবার অ্যাপল ইন-হাউস সিলিকন প্রসেসর ব্যবহারের ওপর জোর দিচ্ছে।
Macbook এর কোন কোন মডেল লঞ্চ হবে
মনে করা হচ্ছে এই ইভেন্টে Apple দুটি নতুন ১৩-ইঞ্চির এবং একটি ১৬ ইঞ্চির ম্যাকবুক মডেল লঞ্চ করতে চলেছে। এদের মধ্যে ১৩ ইঞ্চি মডেলগুলির নাম হবে- 13-inch MacBook Air এবং 13-inch MacBook Pro। ১৩-ইঞ্চির মডেলগুলি ফক্সকনের তৈরি করা। অণ্যদিকে, ১৬-ইঞ্চির ম্যাকবুক প্রো মডেলটি তৈরি করছে Quanta Computer Inc.।
নতুন ARM-বেসড চিপ ছাড়া এই ম্যাকবুকগুলিতে বিশেষ কোন পরিবর্তন ঘটবে না। ২০২০-এর ম্যাকবুকগুলির মতোই একই ডিজাইন হবে নতুন ম্যাকবুকগুলির। তবে ARM-বেসড ম্যাকবুক অ্যাপলের কাজকর্ম আরো সহজ করে তুলবে। এছাড়া অ্যাপেলের নিজস্ব অপারেটিং সিস্টেম macOS-এর পরবর্তী আপডেট macOS Big Surও এই ১০ নভেম্বরের ইভেন্টে ঘোষণা হতে পারে। আশা করা যায়, নতুন ম্যাকবুকগুলির পাশাপাশি পুরোনো ম্যাকবুকগুলিতেও এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।
ব্লুমবার্গ রিপোর্টের জানা গেছে, ARM-বেসড ম্যাক প্রসেসরগুলি A14 চিপ দিয়ে তৈরি হবে। iPhone 12 সিরিজ এবং আইপ্যাড এয়ারে এই চিপ ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। যদিও এই নতুন ম্যাকবুক কেমন পারফরম্যান্স দেয় সেটাই দেখার। নতুন ম্যাকবুকের ১৩-ইঞ্চির মডেলদুটি নভেম্বরের শেষ থেকেই পাওয়া যাবে। কিন্তু ১৬-ইঞ্চির ম্যাকবুক প্রো ২০২১-এর গোড়ার দিক থেকে পাওয়া যেতে পারে।