৭,০০০ টাকা ছাড়ে iPhone থেকে MacBook, Apple আনল Black Friday Sale
Xiaomi, Sony-র পর এবার Black Friday Sale নিয়ে হাজির হল মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা Apple। সংস্থার অফিসিয়াল রিটেইল সাইট থেকে এই সেলের লাভ ওঠানো যাবে। যদিও এই সেল কবে শেষ হবে তা জানা যায়নি। এই বিশেষ সেলে সংস্থার MacBook, iPhone ও AirPods Pro -এর বিভিন্ন রেঞ্জের ওপর থাকছে বিশেষ ছাড়। ক্রেতারা MacBook Air M1, Apple Watch Series 7, iPhone 12, AirPods Pro ও iPad Air কিছুটা কম দামে কিনতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্ল্যাক ফ্রাইডে সেলে এই Apple প্রোডাক্টগুলি কত দামে পাওয়া যাচ্ছে।
Apple MacBook Air M1: ভারতে লঞ্চ হওয়ার সময় ২৫৬ জিবি স্টোরেজের অ্যাপল ম্যাকবুক এয়ার এম১- এর দাম ছিল ৯২,৯০০ টাকা। তবে সংস্থার ওয়েবসাইট থেকে এটি কিছুদিন ধরে ৮৬,৯০০ টাকায় বিক্রি হচ্ছিল। আর এখন ব্ল্যাক ফ্রাইডে সেলে এই ল্যাপটপটির নূন্যতম মূল্য ৮০,৯০০ টাকা। HDFC ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে এয়ার এম১ কিনলে পাওয়া যাবে ৬০০০ টাকা কাশব্যাক।
iPhone 12: এবছর আইফোন ১৩ সিরিজ লঞ্চ হওয়ার পর, আইফোন ১২ -এর মূল্য কমে ৭৯,৯০০ টাকা থেকে ৬৫,৯০০ টাকা হয়। তবে ব্ল্যাক ফ্রাইডে সেলে আরও ২,০০০ টাকার ছাড় ও HDFC ব্যাংকের কার্ড অফারে ৫০০০ টাকা ক্যাশব্যাক -এর মাধ্যমে মোট ৭,০০০ টাকা অবধি ডিসকাউন্টে আইফোন ১২ পাওয়া যাবে ৫৮,৯০০ টাকায়।
iPad Air: আইপ্যাড এয়ার- এর আসল দাম ৫৪,৯০০ টাকা। তবে সেলে ৩,৪০০ টাকার ডিসকাউন্ট ও ৪০০০ টাকা ক্যাশব্যাক (HDFC) সহ ট্যাবলেটটি ৪৭,৫০০ টাকায় পাওয়া যাবে।
Apple Watch Series 7: ব্ল্যাক ফ্রাইডে সেলে HDFC ব্যাংকের কার্ডধারীরা অ্যাপল ওয়াচ সিরিজ ৭, ৩০০০ টাকা ক্যাশব্যাক সহ কিনতে পারবেন। যারপর এর দাম হবে ৩৮,৯০০ টাকা।
AirPods Pro: ব্ল্যাক ফ্রাইডে সেল উপলক্ষ্যে অ্যাপল স্টোরে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও HDFC ব্যাংকের কার্ড অফার মিলিয়ে মোট ৫০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে এয়ারপডস প্রো- এ। যারপর এর দাম ২৪,৯০০ থেকে
কমে দাঁড়িয়েছে ১৯,৯০০ টাকা।
iMac: M1 চিপের সাথে নতুন ২৪ ইঞ্চির iMac- এও পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়। এর আসল দাম ১,১৯,৯০০ টাকা। তবে ব্ল্যাক ফ্রাইডে সেলে ব্যাংক অফার সহ এটি পাওয়া যাবে ১,১২,৩০০ টাকায়।