Apple এই বছর লঞ্চ করবে 12.9 ইঞ্চির iPad Air, পারফরম্যান্স হবে কম্পিউটারের মতো!

Update: 2024-01-22 07:05 GMT

অ্যাপল (Apple) বর্তমানে তাদের আগামী প্রজন্মের iPad ট্যাবের ওপর কাজ করছে বলে খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, মার্কিন টেক জায়ান্টটি iPad Air সিরিজের আসন্ন মডেলের ডিজাইনে কিছু পরিবর্তন করবে। সেই জল্পনা বাড়িয়ে একটি নতুন রিপোর্ট iPad Air-এর CAD রেন্ডার প্রকাশ করেছে, যা ডিজাইনে বদলের সম্ভাবনা আরও তীব্র করেছে। চলুন দেখে নিই, নতুন প্রজন্মের iPad Air ট্যাব সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে।

নতুন iPad Air আসতে পারে পরিবর্তিত ডিজাইনের সাথে

৯১মোবাইলস আইপ্যাড এয়ারের কিছু কম্পিউটার এডেড ডিজাইন রেন্ডার শেয়ার করেছে, যেগুলি কিছু আকর্ষণীয় ও উল্লেখযোগ্য পরিবর্তন দেখিয়েছে। প্রথমত, নতুন আইপ্যাড এয়ার ট্যাবের সামগ্রিক চেহারা সিরিজের চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের মডেলের মতোই, তবে আকারে আরও বড় হবে। ট্যাবটি ১২.৯ ইঞ্চি স্ক্রিন অফার করতে পারে। সুতরাং সামনে থেকে এটি দেখতে ১২.৯ ইঞ্চির আইপ্যাড প্রো-এর মতো, তবে এতে ১০.৯ ইঞ্চির আইপ্যাড এয়ারের মতো চওড়া বেজেল থাকবে।

স্ক্রিনের আকারের পাশাপাশি আরেকটি বড় পরিবর্তন দেখা যাবে আইপ্যাড এয়ারের রিয়ার প্যানেলে। গোল ক্যামেরার পরিবর্তে নতুন মডেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যেতে পারে, যেমনটা আমরা আইফোন এক্স এবং আইফোন এক্সএস-এর ক্যামেরা আইল্যান্ডে দেখেছি। এছাড়াও, অনুমান করা হচ্ছে যে পরবর্তী iPad Air কোম্পানির নিজস্ব M2 চিপসেট দ্বারা চালিত হবে, যা বর্তমান প্রজন্মের মডেলে থাকা M1 চিপের তুলনায় বড় আপগ্রেড হবে। ট্যাবটির উৎপাদন প্রক্রিয়া চলতি বছরের প্রথম দিকেই শুরু হবে বলে জানা গেছে এবং মার্চ মাস নাগাদ বাজারে লঞ্চ হতে পারে।

জানিয়ে রাখি, লেটেস্ট iPad Air মডেলটি ২০২২ সালে লঞ্চ হয়েছিল। ২০২৩ সালই ছিল প্রথম বছর, যে সময় অ্যাপল কোনও নতুন ট্যাবলেট বাজারে আনেনি। সুতরাং অনুমান করা হচ্ছে যে অ্যাপল এ বছরই তাদের সম্পূর্ণ আইপ্যাড রেঞ্জ আপডেট করতে পারে, যেমনটি আগেও কিছু রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের iPad Air-এ ১০.৯ ইঞ্চির লিকুইড রেটিনা আইপিএস এলইডি (IPS LCD) ডিসপ্লে রয়েছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি M1 চিপসেট দ্বারা চালিত এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির পিছনে একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ২৮.৬ ওয়াট আওয়ারের ব্যাটারি বিদ্যমান।

Tags:    

Similar News