Apple গ্রাহকদের জোর ঝটকা, 26 জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই সার্ভিস, ডেটা সেভ না করলে বিপদে পড়বেন

প্রিমিয়াম পারফরম্যান্সের জন্য Apple-এর iPhone, MacBook, iPad ইত্যাদি ডিভাইসগুলি যেমন গোটা বিশ্বে জনপ্রিয়, ঠিক তেমনই এই সংস্থার মিউজিক, ফটো স্ট্রিমিংয়ের মতো পরিষেবাগুলিও যে ইউজারদের কাছে বেশ সমাদৃত তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনিও যদি একজন Apple ইউজার হন, তবে আপনি খুব সম্ভবত একটি বড় ধাক্কা পেতে চলেছেন। আসলে সম্প্রতি এই টেক জায়ান্ট সংস্থাটি তাদের ‘My Photo Stream’ পরিষেবাটি বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী জুলাই মাস থেকে এটি আর ব্যবহার করা যাবেনা।

Apple My Photo Stream কী?

যারা জানেন না তাদের বলে রাখি, মাই ফটো স্ট্রিম অ্যাপলের একটি ফ্রি পরিষেবা যা ইউজারদের আইক্লাউড (iCloud)-এ ৩০ দিনের ইমেজ ব্যাকআপ রাখতে দেয়। পরে ইচ্ছেমত আইক্লাউড থেকে আইফোন, আইপ্যাড, আইপড টাচ, ম্যাক এবং পিসিতে ফটোগুলি অ্যাক্সেস করা যায়।

কিন্তু অ্যাপল এখন স্পষ্ট জানিয়েছে যে, আগামী ২৬শে জুলাই, ২০২৩ থেকে তারা এই মাই ফটো স্ট্রিম সার্ভিস বন্ধ করে দেবে। যদিও ব্যবহারকারীরা এক মাস আগে থেকে অর্থাৎ ২৬শে জুন থেকেই এতে আর ফটো আপলোড করতে পারবেননা। মানে, খুব তাড়াতাড়ি এর মায়া কাটাতেই হবে!

এমতাবস্থায় করণীয় কী?

পরিষেবা বন্ধের ঘোষণার সাথে সাথে অ্যাপল তার ইউজারদের মাই ফটো স্ট্রিমে আপলোড করা সমস্ত ফটো অন্যত্র ব্যাকআপ রাখার জন্য আবেদন করেছে। এক্ষেত্রে ইউজাররা আগামী দুই মাসের মধ্যে সমস্ত ফটো ডেটাগুলি হার্ড ডিস্ক বা ব্যক্তিগত স্টোরেজ সিস্টেমে সংরক্ষণ করতে পারবেন। কোনো কারণে এইসব ফটো সেভ রাখা না হলে তা পাকাপাকিভাবে ডিলিট হয়ে যাবে।