ফোন হোক বা ট্যাব, ক্যামেরা ছাড়াও গুরুত্ব বাড়ছে ডিসপ্লের, ক'বছরেই অপেক্ষার ইতি!
অ্যাপল (Apple) তাদের আসন্ন ট্যাবগুলিতে ওলেড (OLED) ডিসপ্লে ব্যবহারের ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠছে। মার্কেট রিসার্চ ওলেড যুক্ত iPad Pro-এ বৃদ্ধির দিকে পূর্বাভাস দিয়েছে, যার সরবরাহের পরিমাণ শুধুমাত্র এই বছরেই ৯ মিলিয়ন বা ৯০ লক্ষ ছাড়িয়েছে। স্যামসাং (Samsung) এবং এলজি (LG) আসন্ন iPad Pro মডেলের জন্য এই ডিসপ্লেগুলি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, যা এপ্রিল এবং জুন মাসে লঞ্চ হতে চলেছে। অর্থাৎ লঞ্চের আর মাত্র কয়েক মাস বাকি। এছাড়াও, আগামী ২০২৮ সালে লঞ্চ হতে চলা iPad Air মডেল সিঙ্গেল-লেয়ার ওলেড ব্যবহার করবে, যেখানে iPad Pro-এ ডাবল-লেয়ার সংস্করণ থাকবে বলে শোনা যাচ্ছে। আসুন এবিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।
OLED iPad Air ও ফোল্ডেবল iPhone আনছে Apple
২০২৮ সালে আগত ওলেড আইপ্যাড এয়ার মডেলে আইপ্যাড প্রো মডেলের তুলনায় সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন যে, এয়ার মডেলটি এক-স্তরীয় ওলেড প্যানেল ব্যবহার করবে, যেখানে প্রো আরও ভাল পারফরম্যান্সের জন্য ডাবল-লেয়ার সংস্করণের সাথে আসবে।
ভিজ্যুয়াল আপগ্রেডের ক্ষেত্রে, ট্যাবলেটগুলির পাশপাশি অ্যাপলের ম্যাকবুক সিরিজের ল্যাপটপগুলিতেও পরিবর্তন আনা হবে। আর যেহেতু ডিসপ্লেগুলি এলসিডি ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম এবং সক্ষম হবে, তাই ওলেড স্ক্রিন যুক্ত ল্যাপটপের চাহিদাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাপলের শক্তিশালী ট্যাবলেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এই মার্কেটের অন্যান্য নির্মাতারাও তাদের ট্যাবের জন্য ওলেড প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করবে বলে অনুমান করা হচ্ছে।
এছাড়াও, অ্যাপলের আসন্ন ফোল্ডেবল ডিভাইস নিয়েও বর্তমানে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। বিশ্লেষকরা দাবি করেছেন যে, ২০২৬ সালে ৭-৮ ইঞ্চির স্ক্রিন সাইজের একটি ফোল্ডেবল Apple iPhone বাজারে পা রাখতে পারে। একটি বৃহত্তর ফোল্ডেবল স্ক্রিনের মাধ্যমে, অ্যাপল তাদের সবচেয়ে বড় প্রতিযোগী, স্যামসাং (Samsung) এবং গুগল (Google) দ্বারা পরীক্ষা করা প্রযুক্তিগুলিকে আরও নিখুঁত করতে পারে, যদিও স্যামসাং এবং গুগল ইতিমধ্যেই ফোল্ডেবল ফোনের বেশিরভাগ দিককে নিখুঁত করেছে। তবে, অ্যাপলের কাছ থেকে আরও উজ্জ্বল, পরিষ্কার ভিজ্যুয়াল সহ একটি ব্র্যান্ড-নিউ ফোল্ডেবল আইফোন আশা করা হচ্ছে।