ভারতে iPhone 13-এর উৎপাদন শুরু করতে চলেছে Apple, 'মেক ইন ইন্ডিয়া'-র মুকুটে নয়া পালক!

By :  techgup
Update: 2022-04-11 08:46 GMT

ভারতীয় আইফোনপ্রেমীদের জন্য সুখবর! না কোনো সস্তা অফার নয়, বরঞ্চ সরকারের 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচীতে নয়া পরত যোগ করছে Apple (অ্যাপল)। আসলে টেক জায়ান্ট সংস্থাটি ভারতে তার iPhone 13 (আইফোন ১৩) সিরিজের উৎপাদন শুরু করেছে। চেন্নাইয়ের কাছে Foxconn (ফক্সকন)-এর একটি প্ল্যান্টে এই সিরিজের ডিভাইসগুলি তৈরি হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, Foxconn, Apple-এর একটি কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং পার্টনার। আর একথা সকলেরই জানা যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট, তাই এই পদক্ষেপের মাধ্যমে অ্যাপল যে এদেশে তার অবস্থান এবং উপস্থিতি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে – সেকথা বলাই বাহুল্য।

উল্লেখ্য যে, আইফোন ১৩ সিরিজ হল অ্যাপলের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ যা ২০২১ সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল। তবে এমনিতে মার্কেটে এই সিরিজের প্রতিটি মডেল কেনা গেলেও, ভারতের মাটিতে সমস্ত আইফোন ১৩ মডেল তৈরি হবে না। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ভারতে শুধুমাত্র রেগুলার আইফোন ১৩ মডেল তৈরি করছে। বিশেষ কিছু কারণবশত আইফোন ১৩ প্রো মডেলগুলি ভারতে তৈরি করা হচ্ছে না। বলে রাখি, কেবল আইফোন ১৩ সিরিজের ক্ষেত্রেই নয়, এর আগে আইফোন ১২ এবং আইফোন ১১ সিরিজের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল।

তবে যাই হোক না কেন, অ্যাপল ভারতের স্মার্টফোন মার্কেটে কিন্তু বেশ ভালোভাবে জাঁকিয়ে বসেছে৷ ২০২১ সালে সংস্থাটি ৫ মিলিয়ন ইউনিট শিপমেন্টের সুবাদে ১০৮% ওয়াই-ও-ওয়াই (YoY) গ্রোথ রেকর্ড করেছিল, যা এককথায় অবিশ্বাস্য। এর ফলে কোম্পানিটি ৪% মার্কেট শেয়ারও দখল করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে, গত কয়েক বছরে ভারতের বাজারে অ্যাপলের ফোকাস উল্লেখযোগ্য রকমভাবে বৃদ্ধি পেয়েছে। এবং এই বিষয়টিও লক্ষণীয় যে, আইফোন ১৩-এর হাত ধরে সংস্থাটি প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় স্মার্টফোন মার্কেটের পাশাপাশি ভারতেও একই সময়ে কোনো আইফোন সিরিজ রিলিজ করেছে।

সেক্ষেত্রে সংস্থাটি কর্তৃক গৃহীত এই সাম্প্রতিক পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দেয় যে, স্থানীয় উৎপাদনের উপর আরও ভালোভাবে মনোনিবেশ করে সংস্থাটি তার সাপ্লাই চেইনের ওপর আরও ভালো নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি ভারতের স্মার্টফোন মার্কেটে নিজের অবস্থানকে আরও পাকাপোক্ত করে তুলতে চাইছে। আর ভারতীয় মার্কেটকে একবার যখন সংস্থাটি টার্গেট করেছে, তাই ভবিষ্যতে যাতে ক্রেতারা আরও অনেক বেশি সুলভ মূল্যে আইফোন কেনার সুযোগ পান, তার জন্য অ্যাপল যে নিশ্চিতভাবে বেশ কিছু দুর্দান্ত অফার নিয়ে হাজির হবে, সেটা আশা করা যেতেই পারে।

iPhone 13 সিরিজে মিলছে ছাড়

ইতিমধ্যেই আইফোন ১৩ সিরিজের ক্ষেত্রে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে ভারতে। ৬৯,৯৯০ টাকা এবং ৭৯,৯৯০ টাকার পরিবর্তে, আইফোন ১৩ মিনি এবং আইফোন ১৩ এখন ক্রোমা (Croma) থেকে ৬৪,৯৯০ টাকা এবং ৭৩,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যে কেনার সুযোগ পাবেন ভারতীয় ক্রেতারা।

Tags:    

Similar News