Apple Watch মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনছে, কীভাবে, ভিডিয়োর মাধ্যমে জানাল সংস্থা
আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারকারীর প্রাণ বাঁচাতে Apple Watch -এর জুড়ি মেলা ভার! ইতিমধ্যেই একথা বহুবার আমাদের সামনে প্রমাণিত হয়ে গিয়েছে। তবু মানুষের জীবনরক্ষায় নিজেদের পণ্যের কৃতিত্ব তুলে ধরতে আমেরিকা ভিত্তিক সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে আনা হলো। '911' নামাঙ্কিত এই ভিডিও'য় মোট তিনজন Apple Watch ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদর্শিত হয়েছে। বিপজ্জনক পরিস্থিতিতে ৯১১ ডায়াল করে আলোচ্য গ্যাজেট কিভাবে তাদের জীবন ফিরিয়ে দিয়েছে, সেই কথাই ব্যবহারকারীরা এখানে বর্ণনা করেছেন। তাছাড়া চমক বাড়াতে এই বিজ্ঞাপনে আপৎকালীন নম্বরে (৯১১) করা কলের অডিও ব্যবহার করা হয়েছে যা বিশেষ উল্লেখযোগ্য।
নতুন বিজ্ঞাপনী ভিডিও সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অ্যাপল বারংবার তাদের পণ্যের প্রাণরক্ষাকারী ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছে। এদিকে ভিডিওটির পোস্ট-স্ক্রিপ্ট টাইটল কার্ডে অ্যাপলের উল্লেখ সেখানে উপস্থিত তিন অ্যাপল ওয়াচ ব্যবহারকারীর নাম যথাক্রমে জেসন, আমান্ডা এবং জিম। অ্যাপল ওয়াচ ব্যবহার করে এরা সকলেই প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হয়েও রক্ষা পেয়েছেন বলে iPhone প্রস্তুতকারী সংস্থাটি তাদের ভিডিও'তে সামনে এনেছে।
Apple Watch -এর Emergency SOS ফিচার
উল্লেখ্য, আপৎকালীন ঘটনার মুখোমুখি কোনো পরিস্থিতিতে আইফোনের অ্যাক্সেস পেতে ব্যর্থ হলে অ্যাপল ওয়াচ সহজেই বিপদগ্রস্তকে উদ্ধার করতে পারে। সেক্ষেত্রে মণিবন্ধে উপস্থিত আলোচ্য গ্যাজেটের মাধ্যমে বিপদগ্রস্ত আপৎকালীন নম্বর ৯১১ ডায়াল করতে পারবেন। তাছাড়া অ্যাপল ওয়াচে রয়েছে Emergency SOS ফিচার, যা ব্যবহার করে একজন সামান্য আয়াসে জরুরি পরিষেবার সংযোগ পেতে পারেন। অবশ্য এখানে উল্লেখ করা জরুরী যে অ্যাপেল ওয়াচের এমার্জেন্সি এসওএস ফিচার শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য উপলব্ধ। তাছাড়া ভারতীয়দের জন্য এই প্রোডাক্টে পরিবর্ত হিসেবে (৯১১) স্থানীয় কোনো আপৎকালীন নম্বরে যোগাযোগের বিকল্প মজুত নেই।
Apple Watch ব্যবহারের বিড়ম্বনা
এদিকে জীবন রক্ষায় অ্যাপল ওয়াচের সুনাম যেমন মানুষের মুখে মুখে, তেমনি এটি ব্যবহারের কিছু বিড়ম্বনাও সম্প্রতি সামনে এসেছে। দেখা গেছে দুর্ঘটনাবশত বহুক্ষেত্রে আলোচ্য গ্যাজেট আপৎকালীন নম্বর ডায়াল করে, যার ফলে উদ্ধারকারীদের মধ্যে বৃথা তৎপরতার সৃষ্টি হয়। এভাবে অনেকসময় উদ্ধারকারী দল যথার্থ প্রয়োজনস্থলে পৌঁছতে ব্যর্থ হন, যার জন্য অ্যাপল ওয়াচের দুর্বলতাকে দায়ী করা যেতে পারে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, বিভিন্ন Apple Watch মডেলে সেলুলার কানেক্টিভিটির সুবিধা উপলব্ধ। সেলুলার প্ল্যানের উপস্থিতিতে যে কেউ সুবিধাটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে Wi-Fi GPS ডিভাইসের মাধ্যমে কল করার জন্য সেটি আইফোনের সঙ্গে যুক্ত থাকা বাধ্যতামূলক।