Asus ROG Phone 5 এর প্রি-অর্ডার শুরু হচ্ছে আগামী কাল থেকে, কখন এবং কোথা থেকে করবেন জানুন

Update: 2021-04-14 17:19 GMT

গতমাসে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Asus ROG Phone 5 সিরিজ। এই সিরিজে‌ তিনটি ফোন ছিল ROG Phone 5, ROG Phone 5 Pro, এবং ROG Phone 5 Ultimate (Limited)। এর মধ্যে বেস মডেল, আসুস আরওজি ফোন ৫ আগামীকাল অর্থাৎ ১৫ এপ্রিল থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে দুপুর ১২টা থেকে এই গেমিং ফোনটি প্রি-অর্ডার করা যাবে। Asus ROG Phone 5 ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Asus ROG Phone 5 এর সেল ও দাম

লঞ্চের সময় কোম্পানির তরফে জানানো হয়েছিল, ১৫ এপ্রিল থেকে ফোনটির সেল শুরু হবে। এমনকি ই-কমার্স সাইটটিও টিজার পেজে একই তারিখে সেল শুরু হওয়ার কথা উল্লেখ করেছিল। তবে এখন আসুস তার মত বদল করে জানিয়েছে, সেল নয় বরং ১৫ এপ্রিল থেকে ফোনটি প্রি অর্ডার করা যাবে।

Asus ROG Phone 5-এর ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা, যেখানে এর ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি কিনতে দাম পড়বে ৫৭,৯৯৯ টাকা। 

Asus ROG Phone 5 এর স্পেসিফিকেশন

আসুস আরওজি ফোন ৫-এ আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে। গেমিং ফোন হওয়ায় এতে গেমকুল ৫ (GameCool 5) নামে একটি লেটেস্ট থার্মাল ডিজাইন রয়েছে।

ক্যামেরার কথা বললে, এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থিত। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX686 সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শ্যুটার। ফোনটির সামনে আছে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News