চুটিয়ে গেম খেলুন ল্যাপটপে, দুর্ধর্ষ গ্রাফিক্স ও প্রসেসর সহ লঞ্চ হল নতুন Asus ROG Zephyrus G14

Asus ROG Zephyrus G14 (2024) গেমিং ল্যাপটপটি আজ (১৯ জুন) ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এই লেটেস্ট ল্যাপটপটি Asus ROG Zephyrus G16 (2024), Asus TUF Gaming A16 এবং TUF Gaming A14 ল্যাপটপের পাশাপাশি কম্পিউটেক্স ২০২৪ (Computex 2024) ইভেন্টে উন্মোচন করা হয়েছে। Asus ROG Zephyrus G14 (2024) ৩কে রেজোলিউশন বড় ওলেড (OLED) প্যানেল সহ এসেছে। এই ল্যাপটপটি হল AMD Ryzen 9 8945HS প্রসেসর সহ একটি এআই (AI)-রেডি পিসি, যা ভারতে প্রথম। এই প্রসেসরটিতে মিলবে AMD Ryzen AI, যা ৩৯ টিওপিএস (Tera Operations Per Second)-এ এআই পারফরম্যান্স অফার করে, যার মধ্যে সিপিইউ থেকে ৩১ টিওপিএস এবং এটি তিনটি Radeon 890M গ্রাফিক্সের মধ্যে দুটিকে ইন্টিগ্রেট করে৷ এর পাশাপাশি কোম্পানি দাবি করেছে যে, নবাগত ল্যাপটপটি উইন্ডোজ কপিলট (Windows Copilot) টুল সহ এআই-সক্ষম অ্যাপ্লিকেশনগুলিতে প্রোডাক্টিভিটি বাড়াতে পারে।

Asus ROG Zephyrus G14 (2024) ল্যাপটপের মূল্য এবং লভ্যতা

আসুস আরওজি জেফাইরাস জি১৪ (২০২৪) গেমিং ল্যাপটপটি শুধুমাত্র এক্লিপস গ্রে শেডে লঞ্চ করা হয়েছে। ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি এসএসডি স্টোরেজ সহ অসুস ল্যাপটপটির একমাত্র। ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৭৪,৯৯৯ টাকা। আজ থেকে ল্যাপটপটি অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), আসুস ইন্ডিয়া ই-স্টোর (Asus India e-Store), আসুস এক্সক্লুসিভ স্টোর, আরওজি স্টোরের পাশাপাশি রিলায়েন্স (Reliance), ক্রোমা (Croma) এবং বিজয় সেলস (Vijay Sales) সহ সমস্ত আসুস অনুমোদিত ডিলারের কাছ থেকে কেনা যাবে৷

Asus ROG Zephyrus G14 (2024) ল্যাপটপের স্পেসিফিকেশন এবং ফিচার

আসুস আরওজি জেফাইরাস জি১৪ (২০২৪) মডেলে ১৪ ইঞ্চির আরওজি নেবুলা ডিসপ্লে ওলেড (OLED) প্যানেল রয়েছে, যা ৩কে (২,৮৮০ x ১,৮০০ পিক্সেল) রেজোলিউশন, ১০০% ডিসিআই পি৩ কালার গ্যামট, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ০.২ মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং এনভিডিয়া জি-সিঙ্ক অফার করে।

Asus ROG Zephyrus G14 ল্যাপটপটি AMD Ryzen 9 8945HS প্রসেসরে চলে এবং গ্রাফিক্সের জন্য এতে রয়েছে ৮ জিবি GDDR6 NVIDIA GeForce RTX 4060 জিপিইউ, ১৯৪০ মেগাহার্টজ ৯০ ওয়াট আরওজি বুস্ট। ডিভাইসটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে রান করে। এতে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পিসিআইই ৪.০ এনভিএমই এম.২ এসএসডি স্টোরেজ মিলবে। আসুসের ল্যাপটপটিতে ব্যাকলিট চিকলেট কীবোর্ড ১-জোন আরজিবি কিবোর্ড এবং উইন্ডোজ হ্যালো (Windows Hello) সাপোর্ট সহ ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি আইআর ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Asus ROG Zephyrus G14 মডেলটি ৭৩ ওয়াটআওয়ারের ৪-সেল ব্যাটারি এবং ১৮০ ওয়াট এসি পাওয়ার অ্যাডাপ্টার সহ এসেছে।

এছাড়াও, Asus ROG Zephyrus G14 ল্যাপটপটিতে মিলবে একাধিক পোর্ট, যেমন – একটি ইউএসবি-টাইপ সি ৪ (ডিসপ্লে পোর্ট/পাওয়ার ডেলিভারি), একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ এ, একটি মাইক্রোএসডি কার্ড রিডার। অডিওর জন্য, এতে মিলবে স্টেরিও স্পিকার, স্মার্ট অ্যামপ্লিফায়ার, ডলবি অ্যাটমোস, হাই-রেস অডিও, টু-ওয়ে এআই নয়েজ ক্যান্সলেশন। ডিভাইসটি ওয়াই-ফাই ৬ই (৮০২.১১এএক্স, ট্রিপল-ব্যান্ড), ব্লুটুথ ৫.৩। Asus ROG Zephyrus G14 ল্যাপটপটির পরিমাপ ৩১.১ x ২২.১ x ১.৫৯ সেমি এবং ওজন ১.৫ কেজি।