আক্ষরিক অর্থেই পরিবেশবান্ধব, এই শহরে প্রথম সৌরবিদ্যুৎ চালিত বৈদ্যুতিক গাড়ির চাজিং স্টেশন তৈরি হল
মুম্বইয়ে স্থাপিত হল সৌরবিদ্যুৎ চালিত প্রথম ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং স্টেশন। তৈরি করেছে তেলেঙ্গানার বিশকা Visaka Industries। সংস্থাটি মালাডে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনটি তাদের এটাম চার্জ (Atum Charge) ব্র্যান্ডের অধীনে গড়ে তুলেছে।
চার্জিং স্টেশনটির ছাদে থাকা সৌর প্যানেল ৫.২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ৩২৫ ওয়াট পিক ক্ষমতা বিশিষ্ট ১৬টি এটাম মডিউল বসিয়েছে তারা। যেগুলি থেকে প্রতিদিন ২৪ কিলোওয়াট আওয়ার এবং এক বছরে ৮,৭৬০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপন্ন হবে।
এই প্রসঙ্গে Visaka Industries-এর জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর বামসি গাদ্দাম বলেন, “আমরা খুশির সাথে ঘোষণা করছি, আমাদের বিশেষজ্ঞ এবং গবেষণা ও উন্নয়ন দলের সাথে যৌথভাবে আমরা মুম্বইয়ে একটি নতুন দীর্ঘস্থায়ী অধ্যায় যোগ করেছি। যা সবুজ বিপ্লবে নতুন যুগের সূচনা করবে।”
সংস্থার দাবি এটাম চার্জ সকল প্রকার বৈদ্যুতিক যানবাহনকে ১০০% সৌরশক্তিতে চার্জ করতে সহায়তা করবে। প্রচলিত ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনে তাপবিদ্যুতের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হলেও, এটামের চার্জিং স্টেশনে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার বিষয়টি নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মোট ২৫০টি পাবলিক চার্জিং স্টেশন ইন্সটলের ঘোষণা করেছে এটাম। মুম্বইয়ের চার্জিং স্টেশনটি ওই ঘোষণার অংশবিশেষ।