ভারতে Pulsar এবার আরও দামী। Pulsar 125, Pulsar 150 ও Pulsar 180-এর দাম বাড়ানোর কথা ঘোষণা করল Bajaj Auto। যদিও সংস্থার তরফে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানানো জানায়নি । মডেল পিছু এক থেকে দু’হাজার টাকা দাম বাড়ানো হয়েছে। আসুন দেখে নেওয়া যাক বর্ধিত মূল্যের (হায়দরাবাদের এক্স-শোরুম অনুযায়ী) তালিকা।
Pulsar 125 Neon Drum : ৮১,৬৯০ টাকা (পূর্বে যা ছিল ৮০,৫৮৯ টাকা)
Pulsar 125 Neon Disc : ৮৩,৬৭৪ টাকা (পূর্বে যা ছিল ৮২,৪৭০ টাকা)
Pulsar 125 Split Seat Drum : ৮২,৭৯৭ টাকা (পূর্বে যা ছিল ৮১,৬৯৬ টাকা)
Pulsar 125 Split Seat Disc : ৮৬,৫২৮ টাকা (পূর্বে যা ছিল ৮৫,৪২৭ টাকা)
Pulsar 150 Neon : ১,০২,৫৪৭ টাকা (পূর্বে যা ছিল ১,০১,০৫০ টাকা)
Pulsar 150 Single Disc : ১,০৯,৪০২ টাকা (পূর্বে যা ছিল ১,০৮,১৩৪ টাকা)
Pulsar 150 Twin Disc : ১,১৩,১৭১ টাকা (পূর্বে যা ছিল ১,১১,৭৭৬ টাকা)
Pulsar 180 : ১,১৫,৮২১ টাকা (পূর্বে যা ছিল ১,১৪,৫৫৪ টাকা)
মূল্যবৃদ্ধির সাথে মডেলগুলির স্টাইলিং অথবা কারিগরিতে কোনো আপডেট আনা হয়নি। মোটরসাইকেলগুলিতে আগের মতই টুইন ডিআরএল সহ একটি হ্যালোজেন হেডলাইট, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্পোর্টি ডিজাইন রয়েছে। সুরক্ষার বৈশিষ্ট্যের কথা বললে, Pulsar 125-এ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এবং Pulsar 150-তে এবিএস রয়েছে৷
উল্লেখ্য, সদ্য লঞ্চ হওয়া Pulsar N250 ও Pulsar F250-র মূল্য গত সপ্তাহে যথাক্রমে ১,১১৭ টাকা ও ৯১৫ টাকা বাড়িয়েছে বাজাজ (Bajaj)। মডেল দুটির নতুন দাম যথাক্রমে ১,৩৯,১১৭ টাকা ও ১,৪০,৯১৫ টাকা।