22 নভেম্বর নতুন বাইক লঞ্চের ঘোষণা করল Bajaj, নয়া 150cc Pulsar নাকি অন্য কিছু
বহু প্রতীক্ষার পর আগামী ২২শে নভেম্বর আসতে চলেছে Bajaj এর আইকনিক Pulsar সিরিজের একটি নতুন মডেল। যদিও বাইকটির অফিসিয়াল নাম কিংবা স্পেসিফিকেশন সবকিছুর ব্যাপারেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছে বাজাজ। বিগত ক'মাসে মধ্যে সংস্থার বেশ কয়েকটি মোটরসাইকেলের টেস্টিং করতে দেখা দিয়েছে ভারতের রাস্তায়। তাছাড়াও সম্প্রতি Darstar ও Twinner নাম দু'টির ট্রেডমার্কও নথিভুক্ত করেছে তারা।
বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, বাজাজের আগত নতুন বাইকটি আর কেউ নয়, সেটি ১৫০ সিসির নতুন প্রজন্মের পালসার। অনুমান সত্যি হলে বিগত কয়েক মাস ধরে নানা রোড টেস্টিংয়ের সময় ক্যামেরাবন্দি হওয়া Pulsar N150-র দর্শনই পেতে চলেছি আমরা। বাইকটির সামনে নেকড়ের চোখের মতো এলইডি ডিআরএল সহ নতুন প্রজেক্টর হেডলাইট সেটআপ থাকবে। যদিও এর ইঞ্জিন কাউল এবং ফুয়েল ট্যাংকের বর্ধিত অংশ অনেকটাই পালসার LS135 এর মতই। অন্যদিকে বাইকটিতে থাকা বাল্ব ইন্ডিকেটর এবং এলইডি টেললাইট সম্পূর্ণভাবে Pulsar N160 থেকে অনুকরণ করা।
বাইকটির যে মডেলটি রাস্তায় ট্রায়ালে দেখা গিয়েছিল তাতে রয়েছে দ্বিখন্ডিত সিট, একটি সুসজ্জিত ফেন্ডার, চেন কভার এবং লাইসেন্স প্লেট হোল্ডার। এটিতে সম্ভবত নতুনভাবে ডিজাইন করা অ্যালয় হুইল এবং পাতলা টায়ার দেখা যেতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কয়েক মাস আগেই লঞ্চ করা পালসার ২৫০ এর মডেল দুটির মতো একই ধরনের চ্যাসিস ব্যবহার করা হবে ১৫০ সিসির নতুন পালসারে।
বাজাজ পালসার ১৫০-এর পারফরম্যান্স সম্পর্কে এখনও ধোঁয়াশার বিদ্যমান। যদিও মনে করা হচ্ছে এতে ১৫০ সিসি এয়ার কুল্ড ব্যবহার করা হতে পারে। বাজার চলতি পালসার ১৫০ এর মডেলটির তুলনায় নতুন ইঞ্জিনটি অনেক বেশি শক্তিশালী ও রিফাইন্ড হবে। উল্লেখ্য, বর্তমান মডেলটির পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ১৪ পিএস ও ১৩.২৫ এনএম।
Bajaj Pulsar N150-র সাসপেনশনের দায়িত্ব সামলাবে সামনে থাকা টেলিস্কোপিক ফর্ক ও পিছনের মনোশক অ্যাবজর্ভার। ব্রেকিং সিস্টেম হিসেবে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক উপলব্ধ থাকবে। তবে এর পিছনের চাকায় ড্রাম ব্রেকের একটি ভ্যারিয়েন্টও আসবে বলে জানা গিয়েছে। যার দাম একটু কম হওয়ার সম্ভাবনা।
আগামী মঙ্গলবার নতুন পালসার ১৫০-র দাম ঘোষণা হবে। মূল্য ১.১০ লাখ টাকা (এক্স শোরুম) হবে বলে আশা করা যায়। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।