বাড়িতে বানান 150 ইঞ্চি স্ক্রিনের সিনেমা হল, BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টর ভারতে লঞ্চ হল
তাইওয়ান ভিত্তিক ডিসপ্লে প্রযুক্তি বিকাশে খ্যাতনামা সংস্থা BenQ আজ অর্থাৎ ১১ই জুন ভারতে BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টর লঞ্চ করলো৷ জানিয়ে রাখি, সংস্থাটি গত মার্চ মাসে BenQ W5800 4K হোম সিনেমা প্রজেক্টরের ঘোষণা করেছিল। আজ আবারো তারা একটি নয়া মডেলের সাথে হাজির হয়ে গেলো, যা গেমারদের জন্য আদর্শ। এর দাম ৩,৫০,০০০ টাকার কম রাখা হয়েছে। সদ্য আগত এই লেজার প্রজেক্টর - ইউএসবি টাইপ-এ ২.০ পোর্ট, ইন-বিল্ড ৫ ওয়াট স্পিকার সিস্টেম, আল্ট্রা-লো ইনপুট ল্যাগে, ৩ডি কীস্টোন সহ ৪টি কর্নার কারেকশন বিকল্প, সর্বাধিক ৩০,০০০ ঘন্টার লাইফ-স্প্যান যুক্তি লেজার লাইট সোর্স ইত্যাদি ফিচারের সাথে এসেছে। চলুন নয়া BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টরের দাম, লভ্যতা ও ফিচার সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভারতে BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টরের দাম ও লভ্যতা
এদেশের বাজারে BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টরের দাম ৩,৪৯,০০০ টাকা রাখা হয়েছে। এটি ভারতের যেকোনো শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।
BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টরের স্পেসিফিকেশন
BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টরে ৪কে আল্ট্রা এইচডি (৩৮৪০x২১৬০ পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই মডেল প্রাণবন্ত ভিজ্যুয়াল সরবরাহের জন্য ৩,২০০ ANSI লুমেন ব্রাইটনেস লেভেল সহ এসেছে। এই প্রজেক্টরে ৬,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং HDR10 প্রযুক্তি সাপোর্ট করে।
BenQ সংস্থার এই নতুন প্রজেক্টরের লেজার লাইট সোর্সের লাইফ-স্প্যান সর্বাধিক ৩০,০০০ ঘন্টা। অর্থাৎ ব্যবহারকারীরা ল্যাম্প প্রতিস্থাপনের প্রয়োজন ছাড়াই বছরের পর বছর ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। অতএব রক্ষণাবেক্ষণের ঝামেলা থাকছে না এবং পার্টস পরিবর্তনের খরচ নিয়ে মাথা ঘামাতে হবে না।
এদিকে গেমাররা এতে ১০৮০পিক্সেল ২৪০ হার্টজ রেটে ৪.১৬ এমএস আল্ট্রা-লো ইনপুট ল্যাগের সুবিধা পেয়ে যাবেন। এক্ষেত্রে এই ফিচার কন্ট্রোলার ইনপুট এবং অন-স্ক্রীন রেস্পন্সের মধ্যেকার বিলম্বকে কমিয়ে দেয়। যা স্মুথ গেমিং অভিজ্ঞতা প্রদান করে। এই প্রজেক্টরে ডেডিকেটেড HDR গেমিং মোড থাকায় RPGs এবং FPS গেমগুলি স্বাচ্ছন্দ্যের সাথে খেলা যাবে।
BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টর ১.১৫-১.৫ থ্রো রেশিও অফার করে, যা ব্যবহারকারীকে মাত্র ২.৫ মিটার দূরে থেকে ১০০-ইঞ্চি এবং ৩.১৮ মিটার দূরত্ব থেকে ১৫০-ইঞ্চি ইমেজ প্রজেক্ট করতে দেয়৷ আবার নিখুঁত ইমেজ অ্যালাইনমেন্টের জন্য এতে ৩ডি কীস্টোন সহ ৪টি কর্নার কারেকশন বিকল্প রয়েছে। নয়া এই লেজার প্রজেক্টরে ১.৩এক্স জুম রেশিও সাপোর্ট করে।
এছাড়া BenQ TK710 4K UHD লেজার প্রজেক্টর - ইন-বিল্ড ৫ ওয়াট স্পিকার সিস্টেম, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ডলবি অ্যাটমস সমর্থিত HDMI eARC, ইউএসবি টাইপ-এ ২.০ পোর্ট এবং RS232 কানেক্টিভিটি বিকল্পের সাথে এসেছে। এর পরিমাপ ৩০৪.২x২৩২.৫x১১২.৪ মিমি এবং ওজন প্রায় ৩ কেজি।