Amazon Grand Gaming Days Sale: লাইভ সেলে ছাড়ে কেনা যাবে একাধিক নামজাদা ব্র্যান্ডের ল্যাপটপ
Grand Gaming Days Sale: আপনি যদি হালফিলে একঝাঁক নজরকাড়া ফিচারসমেত একটি দুর্দান্ত ল্যাপটপ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর! কারণ এখন জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon (অ্যামাজন)-এ চলছে 'Grand Gaming Days Sale' (গ্র্যান্ড গেমিং ডেজ সেল) এবং সেলটি আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যান্য সেলের মতো এই সেলেও নো-কস্ট ইএমআই, ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা উপলব্ধ রয়েছে। এদিকে চলতি সেলে ল্যাপটপ, ওয়্যারলেস হেডসেটসহ আরও একাধিক ডিভাইসে আকর্ষণীয় ছাড় দিচ্ছে Amazon। সেক্ষেত্রে ক্রেতারা Logitech G435 ওয়্যারলেস গেমিং হেডসেট, Logitech G502 মাউস, Asus RT-AX55 Ax1800 Dual Band Wi-Fi 6-এর মতো প্রোডাক্টগুলিও অত্যন্ত সস্তায় কেনার সুযোগ পাবেন। তবে এই প্রতিবেদনে, চলতি সেলে দুর্দান্ত ছাড়ে উপলব্ধ বেশ কয়েকটি নজরকাড়া ল্যাপটপের কথা আমরা আপনাদেরকে জানাতে চলেছি।
Amazon Grand Gaming Days Sale-এর অফার
উক্ত সেলে HP Victus 16 একটি বাজেট গেমিং ল্যাপটপ এখন অ্যামাজনে ৫৯,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। এটি AMD Ryzen 5 5600H প্রসেসর দ্বারা চালিত এবং এর সাথে একটি ৪ জিবি Radeon RX5500M গ্রাফিক্স কার্ড পেয়ার করা আছে। এই ডিভাইসটির সাহায্যে ইউজাররা এন্ট্রি-লেভেল গেমিং পারফরম্যান্স পেতে সক্ষম হবেন। যেহেতু এই ল্যাপটপটি খুব বেশি শক্তিশালী নয়, তাই অত্যন্ত উন্নত মানের হাই-গ্রাফিক্সযুক্ত গেম এই ডিভাইসে খেলে ইউজাররা তেমন মজা উপভোগ করতে পারবেন না। তবে এই ল্যাপটপটিতে একটি ১৬.১ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ২৫০ নিটস, যা উন্নত গুণমান অনুযায়ী বেশ কম। আবার সুস্পষ্ট দৃশ্যমানতার জন্য স্ক্রিনে অ্যান্টি-গ্লেয়ার কোটিং রয়েছে। প্লাস্টিক-বিল্ড এই ল্যাপটপটিতে একটি ৭২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।
যারা আরও শক্তিশালী HP গেমিং মেশিনের সন্ধান করছেন, তারা এই ল্যাপটপ ব্র্যান্ডের Ryzen 7-5800H মডেলটি কেনার কথা ভেবে দেখতে পারেন। এখন অ্যামাজন থেকে ডিভাইসটি ৮৩,৯৯০ টাকায় কেনা যাবে। এটি প্রথমে ভারতে ৮৯,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। ফলে চলতি অ্যামাজন গ্র্যান্ড গেমিং ডেজ সেলে ক্রেতারা ৬,০০০ টাকা ছাড়ে এই ডিভাইসটি ঘরে আনার সুযোগ পাবেন। ফিচারের কথা বললে, AMD Ryzen 7-5800H প্রসেসর দ্বারা চালিত এই ল্যাপটপটিতে ৪ জিবি RTX 3050 গ্রাফিক্স কার্ড বিদ্যমান। এছাড়া এতে ১৪৪ হার্টজ ডিসপ্লে, ১৬ জিবি র্যাম, এবং Windows 11 সাপোর্ট পাওয়া যাবে।
এছাড়া, ক্রেতারা ১৪ ইঞ্চি Asus ROG Zephyrus G14 ল্যাপটপটিও কিনতে পারেন। এতে উপরিউক্ত HP ল্যাপটপটির মতো একই প্রসেসর রয়েছে, তবে Asus-এর এই মডেলটি GTX 1650 4GB গ্রাফিক্স কার্ড সহ আসে। এই ল্যাপটপটিতে ওয়েবক্যাম নেই তবে এতে ১৪৪ হার্টজ ডিসপ্লে, তাপ নির্গমনের জন্য একাধিক এয়ার ভেন্ট, এবং RGB লাইটিংয়ের সুবিধা পাওয়া যাবে। ডিভাইসটির ১ টিবি এসএসডি+৮ জিবি র্যাম মডেলের দাম এখন অ্যামাজনে ৭৯,৯২৩ টাকা।
এদিকে, সেল চলাকালীন Asus TUF F15 ল্যাপটপটি কিনতে হলে ক্রেতাদের ৫৮,৯৯০ টাকা ব্যয় করতে হবে। সেইসাথে এই ল্যাপটপটি কিনলে এক মাসের জন্য বিনামূল্যে Xbox Game Pass-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে বলে অ্যামাজনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া, এই ল্যাপটপটিতে ১৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও মিলবে। উপরন্তু ল্যাপটপটিতে দশম প্রজন্মের Intel Core i5-10300H প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একটি ডেডিকেটেড GeForce GTX 1650 4GB GDDR6 গ্রাফিক্স কার্ডের সাথে পেয়ার করা আছে। অন্যান্য ফিচারের ক্ষেত্রে এটি একটি ব্যাকলিট কীবোর্ড, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ১৫.৬ ইঞ্চি ১০৮০ পিক্সেল স্ক্রিন, ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি অফার করে। Asus-এর এই ল্যাপটপটিকে Windows 11-এও আপগ্রেড করা যায়। এটি গেমারদের জন্য একটি এন্ট্রি-লেভেল ল্যাপটপ, তাই খুব বেশি শক্তিশালী না হওয়ায় পেশাদাররা হাই-রেজোলিউশন ভিডিও এডিট করার জন্য এই ডিভাইসটিকে ব্যবহার করতে পারবেন না।
উল্লেখ্য, চলতি Amazon Grand Gaming Days Sale-এ ১,৮১,৮৯০ টাকার Lenovo Legion 5 ল্যাপটপটি কিনতে হলে ক্রেতাদের ১,৩৪,৯৯০ টাকা খসাতে হবে। আবার ৮৯,৯৯৯ টাকার Acer Nitro 5 ল্যাপটপটি সেল চলাকালীন ৬২,৪৯০ টাকায় কেনা যাবে। তবে মনে রাখবেন, কালই কিন্তু এই সেলের শেষ দিন! তাই সস্তায় কোনে ল্যাপটপ কেনার প্ল্যান থাকলে আজই পছন্দের ডিভাইস অর্ডার করুন।