BGMI Ban: ব্লক সরিয়ে ফেরানো হোক বিজিএমআইকে, সরকারের কাছে আর্জি জানাল গেমিং কোম্পানিগুলি

Update: 2022-08-11 19:10 GMT

ব্যান, সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার আশা এবং আলোচনা – এ যেন দু বছর পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি! হ্যাঁ, PUBG-র বিকল্প BGMI (বিজিএমআই) বা Battlegrounds Mobile India (ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া) মনে করাচ্ছে তার পূর্বসূরির পরিণতিই। আসলে গত মাসের শেষে ভারত সরকার অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ব্যাটেল রয়্যাল গেম BGMI-কে নিষিদ্ধ করেছে; আর সরকারী নির্দেশ পাওয়া মাত্রই Google Play Store (গুগল প্লে স্টোর) ও Apple App Store (অ্যাপল অ্যাপ স্টোর) থেকে এই গেম অ্যাপটিকে সরানো হয়েছে। গেমটি স্থায়ীভাবে নিষিদ্ধ নয় বরঞ্চ এটি পুনরায় খেলা যাবে, এমন আশা মিলছে এর ভারতীয় পরিচালক সংস্থার তরফে; তাছাড়া BGMI-এর নির্মাতা Krafton (ক্রাফটন)-ও ভারত সরকারের সাথে আলোচনার কথা বলেছে। আপনাদের হয়ত মনে আছে, PUBG Mobile ব্যানের পরেও ঠিক এরকমই কিছু খবর সামনে এসেছিল। সেক্ষেত্রে সরকারি গেরো কাটিয়ে BGMI আবার ফিরবে নাকি PUBG-র মত চিরতরে হারিয়ে যাবে – সেই দোলাচল তো জারি রয়েছেই, তবে এরই নির্দিষ্ট কিছু গেমিং কোম্পানি Play Store-এ গেমটি ফিরিয়ে আনার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে।

BGMI-এর ওপর 'ন্যায্য আচরণ' করা হোক, দাবি কিছু গেমিং কোম্পানির

টেকক্রাঞ্চ (TechCrunch)-এর রিপোর্ট অনুযায়ী, কিছু গেমিং কোম্পানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ন্যায্য আচরণ' (ফেয়ার ট্রিটমেন্ট) করার এবং ভারতে গেমিং ইকোসিস্টেমকে উৎসাহিত অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছে। এই সংস্থাগুলির মূল দাবি, সরকার যেন ভারতে পরিচালিত সমস্ত সংস্থার সাথে অভিন্ন আচরণ করে। তাই এই বিষয়ে তারা প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ চেয়েছে, চিঠিতে একইসাথে বলা হয়েছে সরকারের সাথে আলাপ-আলোচনা করে একটি শক্তিশালী সেট গঠনের কথাও।

কোম্পানিগুলির মতে, ভারতে একটি শক্তিশালী গেমিং ইকোসিস্টেম প্রতিষ্ঠার জন্য যথাযথ পুঁজি এবং পরিকাঠামো অবশ্যই জরুরি, তবে তার সাথে প্রয়োজন বিশ্বের নেতৃস্থানীয় জনপ্রিয় ভিডিও গেমিং কোম্পানিগুলিরও। কারণ এই বৈশ্বিক সংস্থাগুলির অভিজ্ঞতা এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি এই ইন্ডাস্ট্রিকে সহজেই এগিয়ে নিয়ে যেতে পারে।

একই পথের শরিক PUBG, BGMI

BGMI যেমন PUBG Mobile-এর বিকল্প হিসেবে এসেছিল, তেমনি এটি ব্যান হয়েছে তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ (69A) ধারার অধীনে যা PUBG নিষিদ্ধ হওয়ার মূল কারণ ছিল। সেক্ষেত্রে Krafton বা ভারত সরকার কেউই অ্যাপটি ব্লক করার কারণ প্রকাশ করেনি বটে, কিন্তু কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে গেমটি চীনের কাছে ইউজারদের ডেটা পাঠানোর অভিযোগেই এটি গায়েব হয়েছে।

Tags:    

Similar News