লঞ্চের আগে মাত্র 10,000 টাকায় Zontes ও Moto Morini বাইকের বুকিং শুরু হল ভারতে, কিনবেন নাকি?
ভারতের সম্ভাবনাময় দু’চাকার গাড়ির বাজার সকলেই পাখির চোখ করে এগোচ্ছে। বহু বিদেশি সংস্থা ইদানিং এদেশের বাজারে ঘাঁটি গেড়েছে। যার মধ্যে অন্যতম চীনা সংস্থা Zontes এবং ইতালির ব্র্যান্ড Moto Morini। সংস্থাদ্বয় এ দেশে খুব শীঘ্রই নানা ধরনের মোটরসাইকেল লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। তার আগেই উভয় কোম্পানিই তাদের ভারতীয় গ্রাহকদের জন্য বুকিংয়ের ঘোষণা করল। প্রসঙ্গত, ভারতের বাজারে Adiswar Auto Ride-এর হাত ধরে পথ চলা আরম্ভ করেছে Zontes এবং Moto Morini। উল্লেখ্য, একই প্রতিষ্ঠানের হাত ধরে Keeway ও Benelli ভারতে এসেছে।
Zontes-এর 350R, 350X, GK350, 350T ও 350T ADV-এর বুকিং শুরু হয়েছে। ১০,০০০ টাকার বিনিময়ে দু’চাকার গাড়িগুলি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাচ্ছে। একইভাবে Moto Morini-র Seiemmezzo স্ক্র্যাম্বলার এবং রেট্রো স্ট্রিট, X-Cape 650 ও X-Cape 650X বাইকগুলিও ১০,০০০ টাকার টোকেন মূল্যে বুকিং চলছে।
জন্টিসের মোটরসাইকেলগুলি ৩৫০ সিসি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে মোটো মোরিনির মডেলগুলি বৃহৎ ইঞ্জিন যুক্ত, যা ৬৫০ সিসির। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে উভয় ব্র্যান্ডের মডেলগুলি লঞ্চ করা হবে। জল্পনা শোনা যাচ্ছে, জন্টিসের মোটরবাইকগুলির দাম ৩.৫-৪.৫ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যেই রাখা হবে।
অন্যদিকে মোটো মোরিনি তাদের প্রিমিয়াম টু-হুইলারগুলির মূল্য ৬-৬.৫ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করতে পারে। উল্লেখ্য, সংস্থাটি ট্যুরার অ্যাডভেঞ্চার, ট্যুরার রেট্রো স্ট্রিট এবং একটি স্ক্র্যাম্বলার মডেল লঞ্চের কথা পূর্বে জানিয়েছিল। অন্যদিকে জন্টিস নেকেড, স্পোর্টস, ক্যাফে রেসার, ট্যুরার এবং অ্যাডভেঞ্চার ট্যুরার ঘরানার মডেল বাজারে আনবে।