মাত্র ২৯৯ টাকায় মিলবে রোজ ৩ জিবি করে ডেটা! BSNL-এর এই প্ল্যানের কাছে কুপোকাত Jio ও Airtel
গত বছরের শেষের দিকে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের প্রিপেইড প্ল্যানের দাম ২০%-২৫% পর্যন্ত বাড়ানোয় এখন রিচার্জ করার আগে মানুষকে কম করে দশবার ভাবতে হচ্ছে! কারণ রোজকার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হলেও রিচার্জ প্ল্যানের খরচের ঠেলা সামলানো সহজ বিষয় নয়। সেক্ষেত্রে এই চরম মূল্যবৃদ্ধির যুগে গ্রাহকদেরকে একটু স্বস্তি দিতে মার্কেটে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে হাজির রয়েছে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)। হালফিলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এমন কিছু প্ল্যান অফার করছে যেগুলি অত্যন্ত সস্তা তো বটেই, সেইসাথে এমন কিছু সুবিধাও দিচ্ছে যার কাছে দেশের সেরা বেসরকারি টেলিকম কোম্পানিগুলি কোনো পাত্তাই পাবে না! কি, বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি একবার পুরোটা পড়ে নিন।
আসলে আজ আমরা আপনাদেরকে বিএসএনএলের এমন একটি রিচার্জ প্ল্যানের কথা জানাতে চলেছি, যাতে মাত্র ২৯৯ টাকায় দৈনিক ৩ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। আর সংস্থার এই প্ল্যানের দাম তথা সুবিধার কাছে দেশের প্রথম সারির বেসরকারি কোম্পানিগুলি কেন কুপোকাত, তা আপনাদের স্পষ্ট করে বুঝিয়ে দিতে এই একই দামে উপলব্ধ রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel)-এর দুটি প্ল্যানের কথাও আমরা এখানে উল্লেখ করছি। এতে আপনারা সবকটি প্ল্যান সম্পর্কে পড়ে তাদের তুল্যমূল্য বিচার করলেই বুঝে যাবেন যে বিএসএনএল কেন সবার থেকে এগিয়ে আছে। তাহলে চলুন, এবার প্ল্যানগুলির খুঁটিনাটি একটু বিশদে জেনে নেওয়া যাক।
BSNL-এর ২৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন। এতে ব্যবহারকারীদের প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়া হয়, অর্থাৎ এই প্ল্যান মারফত মোট ৯০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। তবে দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৮০ কেবিপিএসে নেমে আসবে। সেইসাথে এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি করে এসএমএসের সুবিধাও উপলব্ধ রয়েছে।
Airtel-এর ২৯৯ টাকার প্ল্যান
বেসরকারি কোম্পানির এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এতে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যায়, অর্থাৎ এই প্ল্যানে মোট ৪২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা মিলবে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে নেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। এর পাশাপাশি, এই প্ল্যানে রোজ ১০০টি করে এসএমএস ও অফুরন্ত ভয়েস কল করার সুযোগও রয়েছে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে প্ল্যানটিতে Airtel Xstream অ্যাপের অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, ফ্রি Hello Tunes এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধাও বর্তমান।
Jio-র ২৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে ব্যবহারকারীদের প্রতিদিন ২ জিবি করে ডেটা (অর্থাৎ মোট ৫৬ জিবি) দেওয়া হয় এবং দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে এরও ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসে। সেইসাথে, এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএসের পাশাপাশি এক্সট্রা বেনিফিট হিসেবে JioCinema, JioTV, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।