Electric Car: কম দামে বৈদ্যুতিক গাড়ির তৈরির জন্য সরকারি সংস্থাকে দায়িত্ব দিল এই দেশ
দেশের মানুষকে বৈদ্যুতিক যানবাহনের প্রতি উৎসাহিত করতে এবার মিশর (Egypt) সরকার তৈরি করবে কমদামি বৈদ্যুতিক গাড়ি। এই মর্মে একটি চীনা সংস্থার সাথে জোট বেঁধে রাষ্ট্রায়ত্ত সংস্থা EI Nasr Automotive Ma-কে গাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ এর ফলে দেশের মানুষ অধিক বৈদ্যুতিক যানবাহন কিনবেন বলে আশাবাদী সে দেশের সরকার। EI Nasr Automotive Manufacturing Co.-র সাথে অংশীদারিত্বের জন্য ইতিমধ্যেই মিশর কর্তৃপক্ষ আরও তিনটি সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছে।
ব্লুমবার্গ (Bloomberg)-এর রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পে ২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করার কথা জানিয়েছেন মিশরের সরকারি উদ্যোগ মন্ত্রী হিশাম তফিক (Hisham Tawfiq)। এদিকে ২০২৩ সালের মধ্যে সেই বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদনে শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং কাজ শুরু হওয়ার তিন বছরের মধ্যে বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০,০০০ ইউনিটে বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷
মন্ত্রী জানিয়েছেন, সেই ইলেকট্রিক গাড়ির মডেলের নাম রাখা হতে পারে E70 বা A70। এবং এর দাম রাখা হবে ২০,০০০ ডলার, যা হাতের নাগালের মধ্যেই। এমনকি তিনি এও জানিয়েছেন, আসন্ন গাড়িটির দাম ইউরোপের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি Renault Dacia Spring (চীনে তৈরি)-এর সমান রাখা হতে পারে।
একটি নতুন চার্জিং স্টেশন কোম্পানি তৈরি করা হয়েছে মিশরে। যে সংস্থাটির সাথে চুক্তি হবে, তাঁদের এই চার্জিং স্টেশনের ৪০% অংশীদারিত্ব নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হবে। এর ১০% অংশীদারিত্ব থাকবে রাষ্ট্রায়ত্ত সংস্থা EI Nasr এর অধীনে এবং বাকি অংশ থাকবে সরকারের হাতে। এমনটাই জানিয়েছেন তফিক। তবে সবার প্রথমে কাইরো (Cairo) এবং আলেকজান্ড্রিয়া (Alexandria)-র একাধিক শহরে তিন হাজারের কাছাকাছি চার্জিং পয়েন্ট তৈরি করা হবে।
উল্লেখ্য, Brightskies Inc. নামক এক মিশরীয় সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ইঞ্জিনিয়ারিং অটোমোটিভ প্রস্তুতকারী কোম্পানির সাথে হাত মিলিয়েছে। নতুন বছর থেকেই তাঁরা যৌথভাবে বৈদ্যুতিক বাস এবং মিনিবাস তৈরি করবে। মন্ত্রী জানিয়েছেন, আগামীতে দেশে হাইড্রোজেন চালিত ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে।