১২ হাজার টাকা পর্যন্ত ছাড়ে iPhone 12, Samsung Galaxy F12, দেখে নিন আর কোন কোন ফোন সস্তায় মিলছে
গ্রাহকদের কেনাকাটার সুবিধার্থে সারা বছর ধরেই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) যে একের পর এক দুর্দান্ত সেল নিয়ে হাজির হয়ে থাকে, সেকথা আর আমাদের কারোরই অজানা নয়। এবার সামনেই আসছে প্রজাতন্ত্র দিবস, এবং সেই উপলক্ষে Flipkart-এ আজ, অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে শুরু হল Big Savings Days (বিগ সেভিং ডেজ) সেল, যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও Flipkart-এর প্লাস মেম্বাররা ২৪ ঘন্টা আগে অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই এই সেলের আর্লি অ্যাক্সেস পেয়ে গেছেন। এই সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ সহ একাধিক ডিভাইস ডিসকাউন্ট বা অফারে কেনার সুযোগ থাকবে।
তবে গ্রাহকদের মধ্যে যে জিনিসটি কেনার চাহিদা সবচেয়ে বেশি পরিমাণে পরিলক্ষিত হয়, তা হল স্মার্টফোন। বর্তমান ডিজিটাল যুগে উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে একটি ঝাঁচকচকে স্মার্টফোন মডেল পকেটে রাখার ইচ্ছে কমবেশি সকলেরই থাকে। তাই কোনো সেলের খবর পেলেই স্মার্টফোনে কী কী ছাড় পাওয়া যাবে, সেদিকেই ইউজারদের সবার আগে চোখ যায়। তাই আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনে আমরা Flipkart Big Saving Days সেলে দুর্দান্ত ছাড়ে উপলব্ধ ১০টি ফিচারে ঠাসা এবং নজরকাড়া স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি।
Apple iPhone 12
অ্যাপল আইফোন ১২ চলতি সেলে ৬৫,৯০০ টাকার পরিবর্তে ৫৩,৯৯৯ টাকায় কেনা যাবে। পাশাপাশি এতে ১৫,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা রয়েছে। উপরন্তু, ফ্লিপকার্ট কর্তৃক ইস্যু করা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। আইফোন ১২ ফোনে এ১৪ বায়োনিক প্রসেসর এবং সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে।
Realme 8i
ফ্লিপকার্টে সেল চলাকালীন রিয়েলমি ৮আই ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এর মধ্যে এক্সচেঞ্জ বা প্রিপেইড অর্ডারে অতিরিক্ত ২০০০ টাকা ছাড়ের সুবিধাও রয়েছে। এছাড়াও, আইসিআইসিআই ব্যাংকের কার্ডধারীরা আরও ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এটি মিডিয়াটেকের হেলিও জি৯৬ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে রয়েছে।
Infinix Hot 11
ইনফিনিক্স হট ১১-এর ৪ জিবি ভ্যারিয়েন্টটি চলতি সেলে ১১,৯৯৯ টাকার বদলে মাত্র ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। উপরন্তু, আইসিআইসিআই ব্যাংকের কার্ডধারীরা আরও ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। ডিভাইসটি মিডিয়াটেকের হেলিও জি৭০ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ রেজোলিউশন ডিসপ্লে রয়েছে।
Apple iPhone 12 Mini
বর্তমানে ৪১,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে অ্যাপল আইফোন ১২ মিনি। উপরন্তু, ফ্লিপকার্ট কর্তৃক ইস্যু করা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে উপলব্ধ ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাকের সুবাদেহ আইফোন ১২ মিনি-এর দাম কমে ৩২,৮২২ টাকায় দাঁড়িয়েছে। এই ফোনে রয়েছে ডুয়েল ১২ মেগাপিক্সেল ওয়াইড এবং আল্ট্রা-ওয়াইড রিয়ার ক্যামেরা, এবং সেইসাথে আছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Realme GT Master Edition
রিয়েলমি জিটি মাস্টার এডিশন এখন ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যার মধ্যে এক্সচেঞ্জ বা প্রিপেইড অর্ডারে ৪,০০০ টাকা ছাড়ও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, আইসিআইসিআই ব্যাংকের কার্ডধারীরা আরও ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এই স্মার্টফোনে পাওয়া যাবে অ্যামোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬৬৮ চিপসেট।
Poco M3 Pro 5G
চলতি সেলে ক্রেতারা পোকো এম৩ প্রো ৫জি ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন। উপরন্তু, আইসিআইসিআই ব্যাংকের কার্ডধারীদের জন্য আরও ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এই স্মার্টফোনে মিলবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট এবং ৯০ হার্টজ ডিসপ্লে।
Samsung F12
স্যামসাং এফ১২ কিনতে গেলে ক্রেতাদের এখন ১২,৯৯৯ টাকার বদলে মাত্র ৯,৬৯৯ টাকা ব্যয় করতে হবে। উপরন্তু, আইসিআইসিআই ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা। এই স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা বিদ্যমান। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Realme Narzo 30 Pro 5G
রিয়েলমে নারজো ৩০ প্রো ৫জি-এর ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে ১৬,৯৯৯ টাকায় ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর এবং ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে।
Realme C11
রিয়েলমি সি১১ একটি অতি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন যার, ২ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম বর্তমানে ৭,৪৯৯ টাকা। এই স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে।
Oppo A12
ওপ্পো এ১২-ও একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন যার ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ মডেলটি কিনতে গেলে ক্রেতাদের মাত্র ৮,২৪০ টাকা ব্যয় করতে হবে। আবার ১,০০০ টাকা বেশি অর্থাৎ ৯,২৪০ টাকা খরচ করলেই ক্রেতারা ফোনটির ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পকেটস্থ করতে পারবেন। এই স্মার্টফোনে ৬.২২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে।