Flipkart Electronics Day Sale: দুর্দান্ত অফারে কিনুন এই ব্র্যান্ডের টিভি, দাম শুরু মাত্র ৬,৯৯৯ টাকা থেকে
কয়েকশো মিলিয়ন গ্রাহককে সস্তায় কেনাকাটা করার সুযোগ করে দিতে, আবারো একবার 'Flipkart Electronics Day Sale' (ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স ডে সেল)-এর আয়োজন করল জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart। আজ অর্থাৎ ১৪ই জুলাই থেকে এই সেল শুরু হয়েছে, যা লাইভ থাকবে আগামী ১৮ তারিখ পর্যন্ত। সুবিধা বলতে এই সেলে ক্রেতারা নির্বাচিত ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর ছাড় পাবেন। তবে সেলের পাঁচদিনে Thomson (থমসন) কোম্পানির অ্যান্ড্রয়েড টিভি নানাবিধ অফারের আওতায় খুব কম দামে কেনা যাবে। শুধু তাই নয়, SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-র ক্রেডিট কার্ড ব্যবহার করে Flipkart Electronics Day Sale-এ প্রোডাক্ট কিনলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় মিলবে। আসুন এখন দেখে নিই Thomson-এর কোন টিভি কত দামে পাওয়া যাবে।
সেলে এই স্মার্ট টেলিভিশনগুলিতে পাবেন দারুণ ছাড়
১. বর্তমানে Thomson 24TM2490 টিভি মডেলটি কিনলে ৬,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।
২. ছাড়ে Thomson 32PATH0011 মডেলটির দাম পড়বে ১১,৯৯৯ টাকা।
৩. Thomson 32TM3290 মডেলটি সেলে ৮,৪৯৯ টাকা দামে কেনা যাবে।
৪. ১৭,৯৯৯ টাকার বদলে ঘরে আনতে পারবেন Thomson 40PATH7777 টিভি।
৮. Thomson 43OPMAX9099 মডেলটি মিলবে ২৬,৯৯৯ টাকায়।
৯. Thomson 43PATH0009 BL মডেলটি কিনতে গেলে ২১,৪৯৯ টাকা, যেখানে Thomson 43PATH4545BL মডেল ২১,৯৯৯ টাকায় কেনা যাবে।
১০. Thomson 50OATHPRO1212 মডেলটির দাম এমআরপি (MRP) থেকে কমে ২৮,৯৯৯ টাকায় দাঁড়িয়েছে।
১১. একইভাবে Thomson 50OPMAX9077 মডেলটির দাম পড়বে ২৯,৯৯৯ টাকা।
১২. ২৯,৯৯৯ টাকার বদলে Thomson 50PATH1010BL মডেলটি কেনা যাবে।
১৩. Thomson 55 OATHPRO 0101 টিভি কিনতে চাইলে দাম লাগবে ৩৪,৯৯৯ টাকা।
১৪. এখন Thomson 55OPMAX9055 মডেলটি ৩৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
১৫. এছাড়া Thomson 55PATH5050BL মডেলটি দাম ৩৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
১৬. Thomson 65 OATHPRO 2020 টিভিটি মিলছে ৫২,৯৯৯ টাকায়।
উপরোক্ত দামগুলি ফ্লিপকার্ট সেলের লিস্টিং প্রাইস। এক্ষেত্রে ক্রেতারা টিভিগুলি কেনার সময় এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার ইত্যাদির সুবিধা ব্যবহার করতে পারবেন।
Thomson টিভিগুলির ফিচার
থমসনের অ্যান্ড্রয়েড টিভিগুলিতে রয়েছে আল্ট্রা-হাই ডেফিনিশন রেজোলিউশন এবং HDR10+ সাপোর্ট। টিভি সিরিজটি ৪০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে যার সাথে থাকবে Dolby MS 12, Dolby Digital Plus এবং DTS Trusurround-এর মত অপশন। অন্যদিকে টিভি মডেলগুলি ১.৪ গিগাহার্টজ ক্লক স্পিডে চলবে। সফ্টওয়্যার হিসেবে এগুলিতে থাকবে অ্যান্ড্রয়েড ১০ (Android 10) ওএস। এছাড়াও এই স্মার্টটিভিগুলি ইনবিল্ট ক্রোমকাস্ট (Chromecast) এবং এয়ার প্লে-র মত বৈশিষ্ট্য বহন করবে৷ টিভির রিমোটে থাকবে ভয়েস সার্চ, নেটফ্লিক্স (Netflix), ইউটিউব (Youtube), গুগল প্লে (Google Play) এবং গুগল অ্যাসিস্ট্যান্টের শর্টকাট।