প্যানাসনিকের সাথে হাত মিলিয়ে এসি, ফ্রিজ সহ এক গুচ্ছ প্রোডাক্ট আনছে Flipkart

By :  techgup
Update: 2020-11-18 05:56 GMT

এখনকার দিনে হিরে থেকে জিরে সমস্তকিছুই বাড়ির দোরগোরায় পৌঁছে দিয়ে যায় Flipkart, Amazon এর মত ই-কমার্স সাইটগুলি। লকডাউনের কারণে তাদের ব্যবসা আরও বেড়েছে। একে অন্যকে ছাপিয়ে যেতে কোম্পানিগুলি বিভিন্ন ব্র্যান্ডের সাথে হাত মিলিয়ে এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আসছে। এবার ভারতের অন্যতম বৃহত্তম ই-কমার্স সাইট Flipkart এক গুচ্ছ নতুন হোম অ্যাপ্লায়েন্সের নির্মাণে Panasonic কোম্পানির সঙ্গে হাত মেলালো। এই সমস্ত অ্যাপ্লায়েন্সের মধ্যে থাকবে ওয়াশিং মেশিন, এসি ও ফ্রিজ। এই প্রোডাক্টগুলি সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করা হবে। ফ্লিপকার্টের MarQ রেঞ্জের হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে এই নতুন প্রোডাক্টগুলি লঞ্চ করা হবে।

নতুন হোম অ্যাপ্লায়েন্সগুলি সম্পূর্ণভাবে ভারতীয় গ্রাহকের কথা ভেবেই বানানো হবে। সেজন্য এই প্রোডাক্টগুলি ডিজাইন ভারতীয় আবহাওয়ার উপযোগী হবে। এই প্রোডাক্টগুলি যেমন টেকসই হবে, তেমনি বিদ্যুৎ-সাশ্রয়ীও হবে। তাছাড়া উন্নত পরিষেবা দেওয়ার জন্য যাবতীয় ফিচার এই অ্যাপ্লায়েন্সগুলির মধ্যে থাকবে। উপরন্তু, এই প্রোডাক্টগুলির ডিজাইন থেকে শুরু করে সমস্ত উৎপাদন ভারতেই করা হবে। সুতরাং যে সমস্ত গ্রাহক চিনা প্রোডাক্ট বর্জন করতে চায়, তাদের পক্ষেও সুবিধা হবে।

MarQ রেঞ্জের ওয়াশিং মেশিন

Flipkart জানিয়েছে এই MarQ রেঞ্জের ওয়াশিং মেশিনগুলির হাই স্পিন RPM পোশাক দ্রুত শুকাতে সাহায্য করবে। তাছাড়া এতে ফাইভ স্টার BEE রেটিংও থাকছে যার ফলে বিদ্যুৎ বিলে খুব বেশি চাপ পড়বে না। সাধারণ ভারতীয় বাড়িতে ওয়াশিং মেশিন রাখার জন্য খুব বেশি জায়গা থাকে না। তাই এই ওয়াশিং মেশিনগুলিকে আকারেও ছোট করা হয়েছে। এছাড়া এই ওয়াশিং মেশিনে স্মার্ট সেন্সর এবং ইনডাকশন মোটরও থাকবে।

MarQ রেঞ্জের এয়ার কন্ডিশনার

MarQ রেঞ্জের এয়ার কন্ডিশনারগুলিও ভারতীয় জলবায়ুর কথা ভেবেই তৈরি করা হয়েছে। ৫২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অব্দি এই এয়ার কন্ডিশনারটি কাজ করতে পারবে। তাছাড়া ভারতে ভোল্টেজের সমস্যার কথা ভেবে এই এসিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ১৪৫ ভোল্ট-২৮৫ ভোল্ট ওঠানামার মধ্যে এই এসি অনায়াসে কাজ করতে পারে। এছাড়া এই এসির মধ্যে থাকছে ব্লুফিন প্রযুক্তি এবং ১০০% তামার ইন্টারনাল। সেই সঙ্গে ব্রাশহীন ডিসি মোটরও থাকছে এই এসির মধ্যে।

MarQ রেঞ্জের রেফ্রিজারেটর

প্যানাসনিকের এই নতুন মেড-ইন-ইন্ডিয়া ফ্রিজগুলিতেও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই রেঞ্জের ফ্রিজগুলিতে থাকছে টার্বো চিল টেকনোলজি যা দ্রুত বরফ জমাতে সাহায্য করবে। এছাড়া এই ফ্রিজের সিলভার আয়ন-বেসড্ ডিয়োডোরাইজার ৯৯% ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় করে দিতে পারবে। এছাড়া এতে ফল ও সবজির জন্য অতিরিক্ত স্টোরেজের ব্যবস্থাও আছে।

Tags:    

Similar News