Garena Free Fire Max Redeem code 20 March: ফ্রি ফায়ার ম্যাক্স প্লেয়াররা জিতে নিন টপ আপ, ডায়মন্ড

By :  techgup
Update: 2022-03-20 07:08 GMT

Free Fire Max Redeem Code Today 20 March: ভারত সহ সারা বিশ্বজুড়ে এখনো গ্যারেনা ফ্রি ফায়ারের জনপ্রিয়তা অক্ষুন্ন। যদিও ভারতে ৫৩টি অ্যাপের সাথে ব্যান করা হয়েছে এই গেমটিও। তবে এতে গেমারদের মন খারাপের কোনো কারণ নেই। কারণ ভারতীয় গেমারদের জন্য বিকল্প হিসেবে হাজির Garena Free Fire Max। গ্যারেনা ফ্রি ফায়ারের মতই ১০ মিনিটের এই মোবাইল গেমে ৫০ জন প্লেয়ার একসঙ্গে অংশগ্রহণ করতে পারবেন। তবে পার্থক্য হিসাবে এটিতে রয়েছে গ্যারেনা ফ্রি ফায়ারের থেকেও আরো বেশি উন্নত গ্রাফিক্স ও ফিচারের ব্যবহার। তাই খুব অল্প সময়ের মধ্যেই গেমারদের মন জয় করেছে গেমটি। শুধু তাই নয়, গ্যারেনা ফ্রি ফায়ারের মত এতেও সংস্থার তরফে প্রতিদিন রিলিজ করা হচ্ছে ১২ ক্যারেক্টারের ফ্রি রিডিম কোড, যা ব্যবহার করে গেমাররা বিভিন্ন ইন-গেম আইটেম অর্জন করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আজকের Garena Free Fire Max এর রিডিম কোডগুলি।

Garena Free Fire Max redeem codes for 20 March 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ২০ মার্চ, ২০২২)

FB5J I876 YTGE

FD6S 5I9R F2GH

F34I R8G7 6TFG

F5N6 K7UO J9HI

FV4H RJ6Y 8H7B

FTFC DB8R NJ6Y

FJNB VCXR AEQD

FV2H 3URT 7G65

FRCX DSER J6K7

FJHB OV9C 8D7Y

FRG5 B6NK UJ8N

F8B7 V6C5 X4RS

FDEF V4B5 JK6Y

F8B7 VC6Y X54Z

FDAQ 23G9 HYT5

Free Fire Max redeem code for 20 March 2022: How to redeem (ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ২০ মার্চ, ২০২২ কীভাবে রিডিম করবেন)

১) রিডিম কোড ব্যবহার করে ইন-গেম আইটেম জেতার জন্য প্রথমেই আপনাকে গ্যারেনার অফিশিয়াল ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) যেতে হবে।

২) তারপর Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

৩) এরপর উপরের দেওয়া যে কোনও একটি রিডিম কোড কপি করে সেটি ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।

৪) এরপর আপনার স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।

আপনার ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি এখানেই সম্পন্ন হল। তবে মনে রাখতে হবে, এই ফ্রি রিডিম কোড ব্যবহার করতে কিছুটা সময় লাগে। কোনও কারণে যদি আপনার ফ্রি কোড রিডিম না হয়, তাহলে সেই মেসেজ আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে।

Tags:    

Similar News