গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় Google Pay পরিচালিত 'Go India' নামের টিকিট সংগ্রহের গেমটি নিয়ে চর্চা চলছে। আগামী ২৫শে নভেম্বরের মধ্যে সুনির্দিষ্ট কয়েকটি টিকিট সংগ্রহ করতে পারলেই ইউজাররা পুরস্কার জিতে নিতে পারবে। কিন্তু এরই মধ্যে Google Pay-র মার্কিনি ইউজারদের জন্য নতুন একটি আপডেট আনল নির্মাতা সংস্থা Google। সূত্রের খবর গুগল, যুক্তরাষ্ট্রে তার এই জনপ্রিয় মার্চেন্ট অ্যাপটির একটি নতুন ভার্সন চালু করেছে, এর ফলে ইউজাররা নতুন লোগো, ইন্টারফেস এবং কিছু নতুন ফিচার উপভোগ করতে পারবেন যা গুগল পে-র ভারতের অ্যাপ্লিকেশনটির অনুরূপ।
রিপোর্ট অনুযায়ী, বারবার যে ট্রানজাকশনগুলি হয়েছে সেগুলি এখন থেকে নতুন Google Pay অ্যাপ্লিকেশনটির শীর্ষে প্রদর্শিত হবে। এছাড়া ভাড়া বা বিল সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য গ্রুপ কনভারসেশনের সুবিধাও পাওয়া যাবে। শুধু তাই নয়, নতুন গুগল পে অ্যাপ, ইউজারকে ১ লক্ষেরও বেশি রেস্তোঁরা থেকে খাবার অর্ডার করার সুযোগ দেবে। অন্যদিকে Burger King, Etsy, Target ইত্যাদি ব্র্যান্ডের বিশেষ অফারগুলিও এই নতুন ভার্সনটি থেকে অ্যাক্সেস করা যাবে।
এছাড়া, গুগল তার পেমেন্ট অ্যাপ্লিকেশনটিতে গ্যাস এবং পার্কিংয়ের জন্য আলাদা পেমেন্ট অপশন যুক্ত করেছে। রয়েছে একটি নতুন সার্চ বাটনও, যেখান থেকে ইউজাররা 'Food', 'Last month' বা 'Mexican restaurants' জাতীয় কীওয়ার্ড ব্যবহার করে তাদের ট্রানজাকশনগুলি দেখতে পাবেন। এখন থেকে অ্যাপ্লিকেশনটিতে একটি কাস্টমাইজ ট্রানজাকশন হিস্ট্রিও দেখা যাবে, ইউজাররা ইচ্ছেমত এটি অন-অফ করে রাখতে পারবেন।
জানিয়ে রাখি, গুগল পে 'Plex' নামের একটি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। 'Plex' প্রোগ্রামের সাহায্যে গুগল পে ইউজাররা কোনও মাসিক ফি, ওভারড্রাফ্ট চার্জ বা ন্যূনতম ব্যালেন্স জাতীয় নিয়মের প্রয়োজনীয়তা ছাড়াই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে সক্ষম হবেন। এই 'Plex' পরিষেবাটি আগামী বছর থেকে চালু হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ভারতে জিমেইল, ড্রাইভের পাশাপাশি গুগল পে-র জন্য নতুন লোগো চালু করেছে টেক জায়ান্ট সংস্থাটি। ইতিমধ্যে অনেক গুগল পে ইউজারই গুগলের নীল, সবুজ, হলুদ এবং লাল রঙ যুক্ত ওয়ালেট লোগোটি দেখতে পেয়েছেন। আশা করা যায় আগামী দিনে ভারতীয় ইউজাররাও উপরোক্ত নতুন ফিচারগুলি ব্যবহার করতে পারবেন।