108 মেগাপিক্সেল ক্যামেরার Oppo Reno 8T 5G ফোনে 15 হাজার টাকা ডিসকাউন্ট, পুজোর আগেই কিনে নিন

ফ্লিপকার্টে Oppo Reno 8T ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৯৯৯ টাকায়।

আপনি যদি ২০ থেকে ২৫ হাজার টাকার রেঞ্জে শক্তিশালী ফিচারের ফোন নিতে চান, তাহলে Oppo Reno 8T আপনার জন্য দারুণ একটি অপশন হিসেবে প্রমাণিত হতে পারে। এই ডিভাইসের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৮,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৯৯৯ টাকায়। আবার ব্যাঙ্ক অফারে আপনি ৭৫০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট সহ Oppo Reno 8T কিনতে পারবেন।

আর এক্সচেঞ্জ অফারে আপনি পুরানো ফোন বদলে ২২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। শুধু তাই নয়, আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড থাকে, তবে আপনি ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাকও পাবেন।

Oppo Reno 8T এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৮টি এর ফিচারের কথা বললে, ফোনটির সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এটি ৯৫০ নিটস ব্রাইটনেস অফার করবে। ফোনটি ৮ জিবি LPDDR4X র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অপশনে এসেছে। পারফরম্যান্সের জন্য ওপ্পো রেনো ৮টি ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।

ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটির পেছনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Oppo Reno 8T ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। 

ফোনটির ব্যাটারি ৪৮০০ এমএএইচ। এই ব্যাটারি ৬৭ ওয়াটের সুপারভোক চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ কাস্টম স্কিনে চলে। কানেক্টিভিটির জন্য Oppo Reno 8T ফোনে ৩.৫ মিলিমিটার জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সহ সব স্ট্যান্ডার্ড অপশন পাওয়া যাবে।